বিনোদন ডেস্ক
বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৮ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে