বিনোদন প্রতিবেদক, ঢাকা
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। প্রখ্যাত এই সংগীত পরিচালক ইদানীং আগের তুলনায় খুব কম কাজ করছেন। প্রিন্স মাহমুদের সর্বশেষ তিনটি গান ‘কবি’ গেয়েছেন এলিটা করিম। ‘একাকিত্বের কোনো মানে নেই’ গেয়েছেন মিনার রহমান। আর সর্বশেষ তানজির তুহিন গেয়েছেন ‘আলো’।
এরপর প্রিন্স মাহমুদের নতুন কোনো গানের খবর পাওয়া যায়নি। তিনি বলছেন, ‘গানগুলো করার পর নতুন করে আর গান করতে পারছিলাম না। মনের মতো গান হচ্ছিল না। আমার কাছে যে গান শিল্পী আশা করেন, সেই চাহিদা পূরণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। মনে হয় যদি পেছনের গানটিকে অতিক্রম করতে না পারি! এই সমস্যা আমার ছাব্বিশ বছর ধরে।’
সব সংশয় কাটিয়ে আবারও নতুন গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। একটি নয়, তিন–তিনটি। এ বছরই প্রকাশ পাবে সেগুলো। তিনি আশা করছেন, বরাবরের মতো এই গানগুলোও পছন্দ করবেন দর্শকেরা।
মাঝে বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাংলা গানের এই প্রখ্যাত গীতিকবি ও সংগীত পরিচালক। তবে কাউকে জানাননি সে খবর।
প্রিন্স মাহমুদ বলছেন, ‘কাউকে বুঝতে দিইনি শরীরটা এর ভেতরে খারাপ হয়েছিল, ভালো রকম খারাপ।’ অসুস্থতা কাটিয়ে উঠে নতুন গান তৈরির দিকে আরও বেশি মনোযোগী হয়েছেন প্রিন্স মাহমুদ।
বিভিন্ন সময় অনেক শিল্পীকে কথা দিয়েছিলেন, তাঁদের জন্য নতুন গান বানাবেন। কিন্তু হয়ে উঠছিল না। অসুস্থতা থেকে ফিরে প্রিন্স মাহমুদের মনে হয়েছে, বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। বলছেন তিনি, ‘আগামী দুই বছর যদি বাঁচি, সবার গান করে দিয়ে যাব। সত্যিই দিয়ে যাব।’
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৫ ঘণ্টা আগে