বিনোদন ডেস্ক
মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। গণদর্পণ নামে একটি প্রতিষ্ঠানকে দেহদানের অঙ্গীকার করেছেন শিল্পী। বুধবার সেই সংক্রান্ত নথিপত্রে সইও করেছেন তিনি।
মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন কবীর সুমন। লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’ গানওয়ালা'র এই মহান উদ্যোগকে ভূয়সী প্রশংসা চলছে অনলাইনে।
গত জুলাই মাসে হঠাৎই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িও ফেরেন শিল্পী।
সামনের মাসে মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। যে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টাইটেল ট্র্যাক।
মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। গণদর্পণ নামে একটি প্রতিষ্ঠানকে দেহদানের অঙ্গীকার করেছেন শিল্পী। বুধবার সেই সংক্রান্ত নথিপত্রে সইও করেছেন তিনি।
মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন কবীর সুমন। লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’ গানওয়ালা'র এই মহান উদ্যোগকে ভূয়সী প্রশংসা চলছে অনলাইনে।
গত জুলাই মাসে হঠাৎই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িও ফেরেন শিল্পী।
সামনের মাসে মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। যে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টাইটেল ট্র্যাক।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৩ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৪ ঘণ্টা আগে