বিনোদন ডেস্ক
পপ সংগীতের কিংবদন্তি সুরকার ও গীতিকার বার্ট বাচারাচ মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ৯৪ বছর বয়সী বার্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্টের প্রতিনিধি টিনা ব্রাউসাম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
বার্ট বাচারাচের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোক নেমে এসেছে। ‘দ্য বিচ বয়েজ’ ব্রায়ান উইলসন টুইটারে লেখেন, ‘বার্টের মৃত্যুর কথা শুনে আমি খুবই শোকাহত। তিনি আমার একজন নায়ক। আমার কাজে তাঁর অনেক প্রভাব ছিল। তাঁর গান চিরকাল বেঁচে থাকবে। বার্টের পরিবারের প্রতি ভালোবাসা।’
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড ওয়াসিসের সাবেক সদস্য নোয়েল গ্যালাঘের টুইটে লেখেন, ‘আপনার মতো একজনকে কাছ থেকে জানতে পরে আমি গর্বিত। আপনি ভালো থাকবেন।’
পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। তাঁর সফলতার শুরুটা হয়েছিল ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানটি জনপ্রিয় হওয়ার মাধ্যমে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।
বার্টের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই স এ লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লভ’, ‘দ্য লুক অফ লভ’, ‘ক্লোজ টু ইউ’ অন্যতম।
শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন বার্ট। ছয়বার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং তিনবার জিতেছেন অস্কার। ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।
পপ সংগীতের কিংবদন্তি সুরকার ও গীতিকার বার্ট বাচারাচ মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ৯৪ বছর বয়সী বার্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্টের প্রতিনিধি টিনা ব্রাউসাম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
বার্ট বাচারাচের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোক নেমে এসেছে। ‘দ্য বিচ বয়েজ’ ব্রায়ান উইলসন টুইটারে লেখেন, ‘বার্টের মৃত্যুর কথা শুনে আমি খুবই শোকাহত। তিনি আমার একজন নায়ক। আমার কাজে তাঁর অনেক প্রভাব ছিল। তাঁর গান চিরকাল বেঁচে থাকবে। বার্টের পরিবারের প্রতি ভালোবাসা।’
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড ওয়াসিসের সাবেক সদস্য নোয়েল গ্যালাঘের টুইটে লেখেন, ‘আপনার মতো একজনকে কাছ থেকে জানতে পরে আমি গর্বিত। আপনি ভালো থাকবেন।’
পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। তাঁর সফলতার শুরুটা হয়েছিল ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানটি জনপ্রিয় হওয়ার মাধ্যমে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।
বার্টের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই স এ লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লভ’, ‘দ্য লুক অফ লভ’, ‘ক্লোজ টু ইউ’ অন্যতম।
শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন বার্ট। ছয়বার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং তিনবার জিতেছেন অস্কার। ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৫ ঘণ্টা আগে