বিনোদন প্রতিবেদক, ঢাকা
কানাডার টরন্টোতে মঞ্চ মাতালেন বাংলাদেশের শিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও ব্যান্ড শূন্য। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘শূন্য লাইভ ইন কানাডা ফিচারিং ফুয়াদ’। প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠানে ফুয়াদ ও ব্যান্ড শূন্য পরিবেশন করে তাদের জনপ্রিয় গানগুলো। ২৭ আগস্ট টরন্টোতে আয়োজিত বাংলা রক ফেস্টে আরও গান গেয়েছেন তানজিব, রুসাফ প্রমুখ। সাউন্ড করেছেন রকেট। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন নাদিম। আয়োজনের সমন্বয় করেছে বাংলাদেশি ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা।
ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘আমি শূন্য ব্যান্ডের অদৃশ্য এক সদস্য। তাঁদের দীর্ঘ পথচলায় পাশে থাকার চেষ্টা করেছি। এই ব্যান্ডটি আজ যতটা পথ পাড়ি দিয়েছে তা তাদের একান্তই নিজেদের কঠোর পরিশ্রম আর সাধনার ফল। আমার ভালো লেগেছে তাদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পেরেছি।’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শূন্য ব্যান্ড জানিয়েছে, অসাধারণ আয়োজন ছিল। দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন। এছাড়া, ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
কানাডার টরন্টোতে মঞ্চ মাতালেন বাংলাদেশের শিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও ব্যান্ড শূন্য। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘শূন্য লাইভ ইন কানাডা ফিচারিং ফুয়াদ’। প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে এ অনুষ্ঠানে ফুয়াদ ও ব্যান্ড শূন্য পরিবেশন করে তাদের জনপ্রিয় গানগুলো। ২৭ আগস্ট টরন্টোতে আয়োজিত বাংলা রক ফেস্টে আরও গান গেয়েছেন তানজিব, রুসাফ প্রমুখ। সাউন্ড করেছেন রকেট। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন নাদিম। আয়োজনের সমন্বয় করেছে বাংলাদেশি ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা।
ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘আমি শূন্য ব্যান্ডের অদৃশ্য এক সদস্য। তাঁদের দীর্ঘ পথচলায় পাশে থাকার চেষ্টা করেছি। এই ব্যান্ডটি আজ যতটা পথ পাড়ি দিয়েছে তা তাদের একান্তই নিজেদের কঠোর পরিশ্রম আর সাধনার ফল। আমার ভালো লেগেছে তাদের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পেরেছি।’
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শূন্য ব্যান্ড জানিয়েছে, অসাধারণ আয়োজন ছিল। দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন। এছাড়া, ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৫ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৬ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৮ ঘণ্টা আগে