বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।
ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র্যাক্টিকাল’।
তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।
‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।
গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।
বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।
ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র্যাক্টিকাল’।
তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।
‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।
গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ মিনিট আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৭ ঘণ্টা আগে