বিনোদন প্রতিবেদক
সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।
সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৫ ঘণ্টা আগে