খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
২ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৬ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৬ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৯ ঘণ্টা আগে