বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৪৩ মিনিট আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৪৪ মিনিট আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৪ ঘণ্টা আগে