বিনোদন প্রতিবেদক, ঢাকা
হেমন্তের শিরশিরে সন্ধ্যা আরও জমিয়ে দিতে অনেকদিন পর মঞ্চে আসছেন হাসান। রাজধানীতে শুক্রবার বসছে বড় আয়োজনের কনসার্ট। ‘মিক্সটেপ ভলিউম ওয়ান’ শিরোনামের এ কনসার্টে ব্যান্ড আর্ক নিয়ে শ্রোতাদের মাতাবেন হাসান।
তবে শুধু আর্ক নয়, কনসার্টে থাকবে আর্টসেল, নেমেসিস, ইনদালো, অ্যাশেজ, হাইওয়ে ও কার্নিভাল—মোট ৭টি ব্যান্ড।
জানা গেছে, ২৮ অক্টোবর (শুক্রবার) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার হল ২-এ অনুষ্ঠিত হবে কনসার্টটি। আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট।
আয়োজকরা জানিয়েছেন, দেশসেরা ব্যান্ডগুলো নিয়ে ধারাবাহিক কনসার্টের লক্ষেই এ আয়োজন। প্রথম পর্বে থাকছে ৭টি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। এ আয়োজনের মধ্য দিয়ে শ্রোতারা অনেকদিন পর এক মঞ্চে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পারফরমেন্স দেখার সুযোগ পাবেন।
শুক্রবার কনসার্ট শুরু হবে বেলা ৩টা থেকে। তার আগে দুপুর ২টায় খোলা হবে গেট। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ৪৯৯, ৫৯৯ ও ৬৯৯ টাকা।
হেমন্তের শিরশিরে সন্ধ্যা আরও জমিয়ে দিতে অনেকদিন পর মঞ্চে আসছেন হাসান। রাজধানীতে শুক্রবার বসছে বড় আয়োজনের কনসার্ট। ‘মিক্সটেপ ভলিউম ওয়ান’ শিরোনামের এ কনসার্টে ব্যান্ড আর্ক নিয়ে শ্রোতাদের মাতাবেন হাসান।
তবে শুধু আর্ক নয়, কনসার্টে থাকবে আর্টসেল, নেমেসিস, ইনদালো, অ্যাশেজ, হাইওয়ে ও কার্নিভাল—মোট ৭টি ব্যান্ড।
জানা গেছে, ২৮ অক্টোবর (শুক্রবার) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার হল ২-এ অনুষ্ঠিত হবে কনসার্টটি। আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট।
আয়োজকরা জানিয়েছেন, দেশসেরা ব্যান্ডগুলো নিয়ে ধারাবাহিক কনসার্টের লক্ষেই এ আয়োজন। প্রথম পর্বে থাকছে ৭টি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। এ আয়োজনের মধ্য দিয়ে শ্রোতারা অনেকদিন পর এক মঞ্চে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পারফরমেন্স দেখার সুযোগ পাবেন।
শুক্রবার কনসার্ট শুরু হবে বেলা ৩টা থেকে। তার আগে দুপুর ২টায় খোলা হবে গেট। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ৪৯৯, ৫৯৯ ও ৬৯৯ টাকা।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৫ ঘণ্টা আগে