টিভিতে উল্লেখযোগ্য গানের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৩: ২৩
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৩: ৪৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিভি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী প্রচার করবে একক নাটক, বিশেষ ধারাবাহিক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, চলচ্চিত্রসহ নানা অনুষ্ঠানমালা। ঈদের চতুর্থ দিনের নির্বাচিত অনুষ্ঠানমালায় দেখুন কখন কোন চ্যানেলে উল্লেখযোগ্য গানের অনুষ্ঠান প্রচার হবে।

বিটিভি

সুরের মালা (বেলা ১১টা)

ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’ (বিকেল ৫টা ১০ মি.)

দ্বৈত সংগীতানুষ্ঠান ‘যুগলবন্দি’ (সন্ধ্যা ৭টা)

মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্রের গান নিয়ে ছায়াছন্দ (রাত ৯টা ৩০ মি.)।

এটিএন বাংলা

থাকব পাশে আজীবন (১০টা ৩০ মি.) : শিল্পী নীলিমা

আমি কেমন কইরা ভুইল্যা যাব (রাত ১১টা) : শিল্পী ইকবাল বিন আনোয়ার ডন।

আরটিভি

বাংলার গায়েন (৫টা ৩০ মি.) : শিল্পী রাসেল, জেসি, মরন, সেতু, রিমি।

বৈশাখী টিভি

সকালের গান (সকাল ৮টা ১৫ মি.) : শিল্পী অনুপমা মুক্তি

গানে গানে ঈদ আনন্দ (বেলা ১১টা) : কণ্ঠশিল্পী সালমা

শুধু সিনেমার গান (দুপুর ১টা)।

দেশ টিভি

গানে আনন্দে (বেলা ৩টা) : শিল্পী লিজা

সিনেমার গান (সন্ধ্যা ৬টা)

মিউজিক্যাল লাইভ (রাত ৯টা ৪৫ মি.) : শিল্পী কণা।

একুশে টিভি

কালজয়ী সিনেমার গান (রাত ১১টা ২০ মি.) : শিল্পী সামিনা চৌধুরী।

এনটিভি

কিংবদন্তির গান (রাত ১২টা) : শিল্পী মুহিন ও নন্দিতা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত