বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবস কে সামনে রেখে সংগীতশিল্পী তোহিদুল ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামে একটি গান চিত্র। পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্রধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন-‘আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথা গুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’
ইতিমধ্যে আলোচিত সিনেমা ‘কিল হিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সঙ্গে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী।
তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিত ভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
ভালোবাসা দিবস কে সামনে রেখে সংগীতশিল্পী তোহিদুল ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামে একটি গান চিত্র। পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্রধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন-‘আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথা গুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’
ইতিমধ্যে আলোচিত সিনেমা ‘কিল হিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সঙ্গে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী।
তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিত ভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে