বিনোদন প্রতিবেদক, ঢাকা
নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।
ন্যান্সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।
কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’
বাধ্য হয়ে ন্যান্সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।
ন্যান্সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।
ন্যান্সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।
কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’
বাধ্য হয়ে ন্যান্সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।
ন্যান্সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৫ ঘণ্টা আগে