বিনোদন প্রতিবেদক, ঢাকা
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৫ ঘণ্টা আগে