বিনোদন প্রতিবেদক, ঢাকা
গান, সিনেমা, সংসার—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি নতুন দুই ছবির সংগীত পরিচালনা করছেন তিনি। একটি ‘ভালোবাসা প্রীতিলতা’, অন্যটি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’। এ ছাড়া ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ নামে নিজের গাওয়া নতুন দুটি গানের খবর দিয়েছেন বাপ্পা। ‘শূন্যপুর’ গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। হচ্ছে প্রশংসিত।
‘ভালোবাসা প্রীতিলতা’ ও ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ নামের দুটি ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ভালোবাসা প্রীতিলতা’। মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানের ছবিটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ছবিটির সংগীত পরিচালনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। ঐতিহাসিক গল্প নিয়ে ছবি, পুরোনো সময় পুরোনো আবহ তুলে আনতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে—কাজটি কম চ্যালেঞ্জিং নয়। তবে এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছেন বাপ্পা মজুমদার।
‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ ছবির সংগীত পরিচালনার জন্য গত মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হন বাপ্পা। ছবির পরিচালক শায়লা রহমান তিথি। মুক্তিযুদ্ধের গল্প। বাপ্পা জানালেন, অন্য রকম আবেগ কাজ করছে এই ছবির সংগীত পরিচালনা করতে গিয়ে। এ দুটি ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ হয়ে থাকবে বলে আশা বাপ্পার।
বাপ্পা মজুমদারের সাম্প্রতিক কাজের খবর জানাতে গেলে বলতে হবে ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ গানের কথাও। ঈদের আগে এ দুটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। ‘কথা রাখা না-রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’—এমন কথা দিয়ে শুরু হয়েছে ‘শূন্যপুর’ গান। লিখেছেন কবি হেনরি লুইস। কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে গানটি।
‘নীল মাছি’র শুটিং এখনো শেষ হয়নি। মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। বাপ্পা মজুমদার বলছেন, ‘দুটি গানই এককথায় চমৎকার ও সাবলীল। বেশ কজন মেধাবী মানুষ মিলে গান দুটি তৈরি করেছেন। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে।’
গান, সিনেমা, সংসার—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সম্প্রতি নতুন দুই ছবির সংগীত পরিচালনা করছেন তিনি। একটি ‘ভালোবাসা প্রীতিলতা’, অন্যটি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’। এ ছাড়া ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ নামে নিজের গাওয়া নতুন দুটি গানের খবর দিয়েছেন বাপ্পা। ‘শূন্যপুর’ গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। হচ্ছে প্রশংসিত।
‘ভালোবাসা প্রীতিলতা’ ও ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ নামের দুটি ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘ভালোবাসা প্রীতিলতা’। মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সরকারি অনুদানের ছবিটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ছবিটির সংগীত পরিচালনা নিয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। ঐতিহাসিক গল্প নিয়ে ছবি, পুরোনো সময় পুরোনো আবহ তুলে আনতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে—কাজটি কম চ্যালেঞ্জিং নয়। তবে এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছেন বাপ্পা মজুমদার।
‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ ছবির সংগীত পরিচালনার জন্য গত মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হন বাপ্পা। ছবির পরিচালক শায়লা রহমান তিথি। মুক্তিযুদ্ধের গল্প। বাপ্পা জানালেন, অন্য রকম আবেগ কাজ করছে এই ছবির সংগীত পরিচালনা করতে গিয়ে। এ দুটি ছবি তাঁর ক্যারিয়ারের অন্যতম কাজ হয়ে থাকবে বলে আশা বাপ্পার।
বাপ্পা মজুমদারের সাম্প্রতিক কাজের খবর জানাতে গেলে বলতে হবে ‘নীল মাছি’ ও ‘শূন্যপুর’ গানের কথাও। ঈদের আগে এ দুটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। ‘কথা রাখা না-রাখার দোটানায় থেমে গেছে ঘড়ি’—এমন কথা দিয়ে শুরু হয়েছে ‘শূন্যপুর’ গান। লিখেছেন কবি হেনরি লুইস। কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলির সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে গানটি।
‘নীল মাছি’র শুটিং এখনো শেষ হয়নি। মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। বাপ্পা মজুমদার বলছেন, ‘দুটি গানই এককথায় চমৎকার ও সাবলীল। বেশ কজন মেধাবী মানুষ মিলে গান দুটি তৈরি করেছেন। এ ধরনের গানের একটা আলাদা আবেদন আছে।’
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১১ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১১ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১৫ ঘণ্টা আগে