বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। তাঁর প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভূত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।
আজ মঙ্গলবার সায়ান তাঁর ফেসবুকে গানটি পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।
গানটি শেয়ার করে সায়ান লিখেছেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণির বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না!’
উল্লেখ্য, কয়েক দিন আগে সায়ান গেয়েছেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।
নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। তাঁর প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভূত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।
আজ মঙ্গলবার সায়ান তাঁর ফেসবুকে গানটি পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।
গানটি শেয়ার করে সায়ান লিখেছেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণির বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না!’
উল্লেখ্য, কয়েক দিন আগে সায়ান গেয়েছেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
১৫ মিনিট আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
২২ মিনিট আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১১ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১১ ঘণ্টা আগে