বিনোদন ডেস্ক
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৭ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে