আঁখির শাড়ি পরতে পারবেন সবাই

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২১, ২০: ০৯
আপডেট : ২৪ জুন ২০২১, ২০: ২০

ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!

দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।

আঁখি আলমগীরএত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।

আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।

আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা

করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।

আঁখি আলমগীরমখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।

আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত