বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
২ ঘণ্টা আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৩ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৪ ঘণ্টা আগে