খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
একসঙ্গে দুই অ্যলবামের কাজ করছেন জন কবির। এ বছরই প্রকাশ করতে চান অ্যালবাম দুটি। একটি ‘ইন্দালো’ ব্যান্ডের অ্যালবাম অন্যটি তাঁর নিজের একক।
‘ব্ল্যাক’ ব্যান্ডের গায়ক হিসেবেই পরিচিত ছিলেন জন কবির। স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে ১৯৯৮ সালে ব্যান্ডটি তৈরি করেন জন। ২০১১ সালের শুরুতে ব্ল্যাক ছাড়েন জন। ২০১২ সালের শেষে গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘ইন্দালো’। ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘কখন কীভাবে এখানে কে জানে’। তবে এ নামে কোনো গান ছিল না। জন জানালেন, ‘ইন্দালো’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম আসছে। নাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। ‘কখন কীভাবে এখানে কে জানে’ গানটি এই নতুন অ্যালবামে থাকবে।
পুরো অ্যালবাম বাজারে আসার আগেই নতুন গানটি ভিডিওসহ প্রকাশ করবেন জন। তিনি বলেন, ‘ভিডিওটা কেমন হবে আমরা এখনো জানি না। নির্মাতা জানেন। পুরো ভিডিওটি গ্রিন স্ক্রিনের সামনে করা। সবার মতো আমিও অপেক্ষা করছি ভিডিওটি কেমন দাঁড়াবে শেষ পর্যন্ত, সেটা দেখার। সেপ্টেম্বরেই গানটি প্রকাশের ইচ্ছা আমাদের।’
এ গানের ভিডিওতে বাথরোব পরেই দেখা যাবে জনকে। কারণ ব্যাখ্যা করে জন কবির বলেন, ‘এই মহামারিতে আমরা সবাই দীর্ঘদিন ধরে ঘরে বসা। আমাদের অনেকেই, বিশেষ করে যারা মিউজিশিয়ান, অনেক মানুষের সামনে গান করে অভ্যস্ত, তারা এখন ঘরোয়া জীবনে অভ্যস্ত হয়ে গেছি। ওটারই একটা সারকাসটিক প্রেজেন্টেশন এই ভিডিওতে দেখা যাবে।’
নিজের একক অ্যালবামও প্রকাশ করবেন জন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।
গত কয়েক বছর গানের বাইরে অভিনয়ও করেছেন জন। বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করে অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। কিন্তু এখন অভিনয় থেকে দূরে আছেন। জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’
একসঙ্গে দুই অ্যলবামের কাজ করছেন জন কবির। এ বছরই প্রকাশ করতে চান অ্যালবাম দুটি। একটি ‘ইন্দালো’ ব্যান্ডের অ্যালবাম অন্যটি তাঁর নিজের একক।
‘ব্ল্যাক’ ব্যান্ডের গায়ক হিসেবেই পরিচিত ছিলেন জন কবির। স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে ১৯৯৮ সালে ব্যান্ডটি তৈরি করেন জন। ২০১১ সালের শুরুতে ব্ল্যাক ছাড়েন জন। ২০১২ সালের শেষে গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘ইন্দালো’। ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘কখন কীভাবে এখানে কে জানে’। তবে এ নামে কোনো গান ছিল না। জন জানালেন, ‘ইন্দালো’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম আসছে। নাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। ‘কখন কীভাবে এখানে কে জানে’ গানটি এই নতুন অ্যালবামে থাকবে।
পুরো অ্যালবাম বাজারে আসার আগেই নতুন গানটি ভিডিওসহ প্রকাশ করবেন জন। তিনি বলেন, ‘ভিডিওটা কেমন হবে আমরা এখনো জানি না। নির্মাতা জানেন। পুরো ভিডিওটি গ্রিন স্ক্রিনের সামনে করা। সবার মতো আমিও অপেক্ষা করছি ভিডিওটি কেমন দাঁড়াবে শেষ পর্যন্ত, সেটা দেখার। সেপ্টেম্বরেই গানটি প্রকাশের ইচ্ছা আমাদের।’
এ গানের ভিডিওতে বাথরোব পরেই দেখা যাবে জনকে। কারণ ব্যাখ্যা করে জন কবির বলেন, ‘এই মহামারিতে আমরা সবাই দীর্ঘদিন ধরে ঘরে বসা। আমাদের অনেকেই, বিশেষ করে যারা মিউজিশিয়ান, অনেক মানুষের সামনে গান করে অভ্যস্ত, তারা এখন ঘরোয়া জীবনে অভ্যস্ত হয়ে গেছি। ওটারই একটা সারকাসটিক প্রেজেন্টেশন এই ভিডিওতে দেখা যাবে।’
নিজের একক অ্যালবামও প্রকাশ করবেন জন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।
গত কয়েক বছর গানের বাইরে অভিনয়ও করেছেন জন। বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করে অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। কিন্তু এখন অভিনয় থেকে দূরে আছেন। জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৫ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৫ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৯ ঘণ্টা আগে