দুই অ্যালবাম নিয়ে জন

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১১: ১৫

একসঙ্গে দুই অ্যলবামের কাজ করছেন জন কবির। এ বছরই প্রকাশ করতে চান অ্যালবাম দুটি। একটি ‘ইন্দালো’ ব্যান্ডের অ্যালবাম অন্যটি তাঁর নিজের একক।

‘ব্ল্যাক’ ব্যান্ডের গায়ক হিসেবেই পরিচিত ছিলেন জন কবির। স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে ১৯৯৮ সালে ব্যান্ডটি তৈরি করেন জন। ২০১১ সালের শুরুতে ব্ল্যাক ছাড়েন জন। ২০১২ সালের শেষে গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘ইন্দালো’। ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘কখন কীভাবে এখানে কে জানে’। তবে এ নামে কোনো গান ছিল না। জন জানালেন, ‘ইন্দালো’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম আসছে। নাম ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। ‘কখন কীভাবে এখানে কে জানে’ গানটি এই নতুন অ্যালবামে থাকবে।

পুরো অ্যালবাম বাজারে আসার আগেই নতুন গানটি ভিডিওসহ প্রকাশ করবেন জন। তিনি বলেন, ‘ভিডিওটা কেমন হবে আমরা এখনো জানি না। নির্মাতা জানেন। পুরো ভিডিওটি গ্রিন স্ক্রিনের সামনে করা। সবার মতো আমিও অপেক্ষা করছি ভিডিওটি কেমন দাঁড়াবে শেষ পর্যন্ত, সেটা দেখার। সেপ্টেম্বরেই গানটি প্রকাশের ইচ্ছা আমাদের।’

রাফার বিয়েতে জন কবিরএ গানের ভিডিওতে বাথরোব পরেই দেখা যাবে জনকে। কারণ ব্যাখ্যা করে জন কবির বলেন, ‘এই মহামারিতে আমরা সবাই দীর্ঘদিন ধরে ঘরে বসা। আমাদের অনেকেই, বিশেষ করে যারা মিউজিশিয়ান, অনেক মানুষের সামনে গান করে অভ্যস্ত, তারা এখন ঘরোয়া জীবনে অভ্যস্ত হয়ে গেছি। ওটারই একটা সারকাসটিক প্রেজেন্টেশন এই ভিডিওতে দেখা যাবে।’

নিজের একক অ্যালবামও প্রকাশ করবেন জন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।

গত কয়েক বছর গানের বাইরে অভিনয়ও করেছেন জন। বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করে অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। কিন্তু এখন অভিনয় থেকে দূরে আছেন। জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত