বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। শব্দ-সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান। সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছেন প্রতিবাদ। দীর্ঘদিন পর এবার তিনি গাইবেন একক কনসার্টে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘গানে গানে সায়ান’ শিরোনামের একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আজব কারখানা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি।’
আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও জয় শাহরিয়ার বলেন, ‘সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতে সংগীতচর্চা করেন। অনেকেই তাঁর গান শুনতে উন্মুখ থাকেন। তাই আমাদের এবারের আয়োজন গানে গানে সায়ান।
আজব কারখানা সব সময় চেষ্টা করে ভিন্ন ধরনের আয়োজনের। ঘুরেফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতার জন্য গানের আয়োজন আমাদের মূল উদ্দেশ্য। আশা করছি, সায়ানভক্তদের জন্য একটি উপভোগ্য সন্ধ্যা উপহার দিতে সক্ষম হব।’
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে—প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।
দেড় যুগের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে বিচরণ সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের। শব্দ-সুরে তিনি দেশ, রাজনীতি ও জীবনের চেনা-অচেনা গল্প তুলে ধরেন। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন সায়ান। সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ছিলেন সরব। আবার পশ্চিমবঙ্গের আর জি করের কাণ্ড নিয়েও গান গেয়ে জানিয়েছেন প্রতিবাদ। দীর্ঘদিন পর এবার তিনি গাইবেন একক কনসার্টে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘গানে গানে সায়ান’ শিরোনামের একক সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আজব কারখানা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে। গানের মানুষ হিসেবে সেসব তীব্র সময়ের দুঃখ-বেদনা এবং নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়ে হাজির হব এই আসরে। আপনাদের সঙ্গ সব সময় আমার শক্তি।’
আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও জয় শাহরিয়ার বলেন, ‘সায়ান আপা আমার ও আমাদের প্রিয় শিল্পী। তিনি কনসার্টে সেভাবে উপস্থিত থাকেন না, নিজের মতো নিভৃতে সংগীতচর্চা করেন। অনেকেই তাঁর গান শুনতে উন্মুখ থাকেন। তাই আমাদের এবারের আয়োজন গানে গানে সায়ান।
আজব কারখানা সব সময় চেষ্টা করে ভিন্ন ধরনের আয়োজনের। ঘুরেফিরে সেই একই ব্যান্ড আর শিল্পীদের কনসার্টের বাইরে এসে সব ধরনের শ্রোতার জন্য গানের আয়োজন আমাদের মূল উদ্দেশ্য। আশা করছি, সায়ানভক্তদের জন্য একটি উপভোগ্য সন্ধ্যা উপহার দিতে সক্ষম হব।’
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গেট সেট রক ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তিন ক্যাটাগরিতে—প্লাটিনাম ১ হাজার, গোল্ড ৭০০ ও সিলভার ৫০০ টাকা।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১০ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১৫ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৭ ঘণ্টা আগে