বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।
গতকাল রোববার গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ সিক্সে ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন কানপুরের বৈভব।
ট্রফি জেতার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। প্রয়াত মা-কে স্মরণ করেন তিনি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’
এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা, ’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।
গতকাল রোববার গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ সিক্সে ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন কানপুরের বৈভব।
ট্রফি জেতার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। প্রয়াত মা-কে স্মরণ করেন তিনি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’
এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা, ’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৩ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৪ ঘণ্টা আগে