বিনোদন ডেস্ক
মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই।
বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ।
মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ।
মার্ভেল কমিকস ভক্তদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার। স্থানীয় সময় রোববার টিজারটি প্রকাশ করে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
মার্ভেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, এটি ‘থর’ সিরিজের চতুর্থ ছবি। নির্মাণ করেছেন তাইকা ওয়েতিতি। আর ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফিজ ও ব্র্যাড উইন্ডারবম।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এই ছবির মাধ্যমে আবারও মার্ভেল স্টুডিওজের সিনেমায় ফিরেছেন নাটালি পোর্টম্যান। তাঁকে থরের প্রাক্তন প্রেমিকা জেন ফোস্টারের চরিত্রে দেখা যাবে। থরের শক্তিশালী জাদুর হাতুড়ি এবার প্রাক্তনের হাতে থাকবে, টিজারে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
‘লাভ অ্যান্ড থান্ডার’ ছবির কাহিনি নেওয়া হয়েছে জ্যাসন অ্যারনের কমিক বই ‘দ্য মাইটি থর’ থেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই।
বহুল কাঙ্ক্ষিত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির প্রথম টিজার বেশ সাড়া ফেলেছে। টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দেখেছেন প্রায় দুই কোটি মানুষ।
মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্রটি। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৪ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৪ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৫ ঘণ্টা আগে