বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ। অ্যালবাম তৈরির তত্ত্বাবধানে রয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। দেশের প্রথম সারির ২০ ব্যান্ডের পরিবেশনায় অ্যালবামটি তৈরি হবে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আগামী ছয় মাসের মধ্যে অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
নজরুলের গান নিয়ে রক অ্যালবাম তৈরির ব্যাপারে জানতে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে একটি রক অ্যালবাম প্রকাশ করা হবে। এর দায়িত্বে রয়েছে নজরুল ইনস্টিটিউট। নজরুলের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা আমাদের। এ অ্যালবামে ২০টি গান থাকবে।’
শিবলী জানান, ২০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুলের গান নিয়ে তৈরি হবে এই রক অ্যালবাম। রেকর্ডিংয়ের আগে প্রতিটি ব্যান্ডকে গ্রুমিং করাবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা। তিনি বলেন, ‘এ আয়োজন যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে; তাই আমাদের ইচ্ছা, দেশের প্রথম সারির ২০টি ব্যান্ডকে যুক্ত করা। নজরুলের গান করতে প্রস্তুতি লাগে। ব্যান্ডগুলো চূড়ান্ত করার পর তাদের গ্রুমিং করব। নজরুলের গান যেনতেনভাবে করা যাবে না। সংগীত আয়োজনটা রক ঘরানার হলেও নজরুলের বাণী ও সুরের যেন বিকৃতি না ঘটে, সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে। গ্রুমিংয়ের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা।’
ইতিমধ্যে অ্যালবামটি নিয়ে কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। শিগগির চূড়ান্ত করা হবে গান ও ব্যান্ড। শিবলী বলেন, ‘পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও আমরা কাজ শুরু করেছি। আগামী ছয় মাসের মধ্যে বিশাল আয়োজনে কনসার্টের মাধ্যমে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে। এক স্টেজে এতগুলো ব্যান্ড নজরুলের গান গাইবে, এটা আগে কখনো হয়নি। বিভিন্ন মাধ্যমে এই কনসার্ট প্রচার করা হবে। এরপর নজরুল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল, অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইসহ বেশ কিছু সাইটে প্রকাশ পাবে গানগুলো।’
সংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ। অ্যালবাম তৈরির তত্ত্বাবধানে রয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। দেশের প্রথম সারির ২০ ব্যান্ডের পরিবেশনায় অ্যালবামটি তৈরি হবে বলে জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং লেখক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। আগামী ছয় মাসের মধ্যে অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
নজরুলের গান নিয়ে রক অ্যালবাম তৈরির ব্যাপারে জানতে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে একটি রক অ্যালবাম প্রকাশ করা হবে। এর দায়িত্বে রয়েছে নজরুল ইনস্টিটিউট। নজরুলের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে অ্যালবাম তৈরির পরিকল্পনা আমাদের। এ অ্যালবামে ২০টি গান থাকবে।’
শিবলী জানান, ২০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুলের গান নিয়ে তৈরি হবে এই রক অ্যালবাম। রেকর্ডিংয়ের আগে প্রতিটি ব্যান্ডকে গ্রুমিং করাবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা। তিনি বলেন, ‘এ আয়োজন যেহেতু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে; তাই আমাদের ইচ্ছা, দেশের প্রথম সারির ২০টি ব্যান্ডকে যুক্ত করা। নজরুলের গান করতে প্রস্তুতি লাগে। ব্যান্ডগুলো চূড়ান্ত করার পর তাদের গ্রুমিং করব। নজরুলের গান যেনতেনভাবে করা যাবে না। সংগীত আয়োজনটা রক ঘরানার হলেও নজরুলের বাণী ও সুরের যেন বিকৃতি না ঘটে, সেদিকে সর্বোচ্চ নজরদারি থাকবে। গ্রুমিংয়ের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা।’
ইতিমধ্যে অ্যালবামটি নিয়ে কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। শিগগির চূড়ান্ত করা হবে গান ও ব্যান্ড। শিবলী বলেন, ‘পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও আমরা কাজ শুরু করেছি। আগামী ছয় মাসের মধ্যে বিশাল আয়োজনে কনসার্টের মাধ্যমে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে। এক স্টেজে এতগুলো ব্যান্ড নজরুলের গান গাইবে, এটা আগে কখনো হয়নি। বিভিন্ন মাধ্যমে এই কনসার্ট প্রচার করা হবে। এরপর নজরুল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল, অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইসহ বেশ কিছু সাইটে প্রকাশ পাবে গানগুলো।’
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৩ ঘণ্টা আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
২০ ঘণ্টা আগে