অনলাইন ডেস্ক
চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’
হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’
চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’
হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’
বলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২ মিনিট আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
২৫ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৩০ মিনিট আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৮ ঘণ্টা আগে