তামান্না-ই-জাহান
আর এক দিন পরই সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) যথারীতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪তম আসর। ২৩টি ক্যাটাগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবার আগ্রহ থাকে সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা ও সেরা পরিচালক—এই চার ক্যাটাগরি ঘিরে। বরাবরের মতো এবারও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন দৌড়ে আছেন পাঁচজন। প্রতিবছর অস্কার ঘোষণার আগে কার কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে চলে বিস্তর আলোচনা আর ভবিষ্যদ্বাণী। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া পাঁচজনের কে কতটা এগিয়ে তা জানা যাক—
ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার)
অনবদ্য অভিনয় দিয়ে ‘স্পেনসার’ সিনেমায় দর্শকের মন কেড়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নির্মিত এই সিনেমায় প্রয়াত ব্রিটিশ রাজবধূর চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন। এক সাক্ষাৎকারে পর্দায় ডায়ানা হয়ে ওঠার গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রস্তুতিতে চার মাস সময় লেগে যায়। কারণ, এটা অনেকটাই শারীরিকভাবে তাঁর মতো হয়ে ওঠার ব্যাপার। সেই সঙ্গে উচ্চারণ একটা বিষয় ছিল। এই চরিত্রের কল্যাণে এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ‘টোয়ালাইট’ খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। পাবলো লরেইন পরিচালিত ‘স্পেনসার’ সিনেমাটি গেল বছরের নভেম্বরে মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে। ডায়ানার চরিত্রে ক্রিস্টেনের অভিনয় ভীষণ প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে। এই সিনেমায় তাঁর অভিনয় প্রমাণ করে টোয়ালাইট থেকে কতখানি পরিপক্ব হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, স্পেনসার দিয়েই প্রথমবার সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়ে নিতে পারেন ক্রিস্টেন। তিনি যাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের তিনজন ইতিমধ্যে অস্কার জয়ী। তবে প্রচলিত আছে যে, একাডেমি নবীন অভিনয়শিল্পীদের বিষয়ে কিছুটা পক্ষপাতদুষ্ট।
অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)
‘মাতৃত্ব এক পাহাড়সম বোঝা’—এই উক্তিটি ‘দ্য লস্ট ডটার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র লেডার। সমাজের দৃষ্টিতে এমন ‘বেমানান’ এক মায়ের গল্প ফুটিয়ে তুলেছেন ম্যাগি গিলেনহাল, নিজের ডিরেক্টরাল ডেব্যুতে। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার ‘দ্য লস্ট ডটার’ নির্মিত হয়েছে ২০০৬ সালে প্রকাশিত ইতালীয় ঔপন্যাসিক এলেনা ফারান্তের একই নামের উপন্যাস থেকে। বাণিজ্যিকভাবে অতটা ভালো করতে না পারলেও দ্য লস্ট ডটারকে সাদরে গ্রহণ করেছেন সমালোচকেরা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য এবার অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। তিনি এর আগে ২০১৯ সালে ‘দ্য ফেভারিট’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন।
পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদারস)
চলচ্চিত্রবোদ্ধাদের মতে, তর্কাতীতভাবে এবারের আসরে জয়ের সম্ভাবনা সবচেয়ে কম পেনেলোপে ক্রুজের। ক্রুজ তাঁর কাজের জন্য আগেও কয়েকটি মনোনয়ন পেয়েছেন যদিও। ২০০৬ সালে ক্রুজ প্রথম মনোনয়ন পান পেদ্রো আলমোদোভারের ‘ভলভার’-এর জন্য। আর ২০০৯ সালে ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ সিনেমা দিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছিলেন এই স্প্যানিশ অভিনেত্রী। স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘ভলভার’ ছাড়াও ‘ব্রোকেন এমব্রাসেস’, ‘অল অ্যাবাউট মাই মাদার’ ও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে কাজ করার জন্যও সুপরিচিত পেনেলোপে ক্রুজ। যদি এবার ‘প্যারালাল মাদারস’ সিনেমার জন্য সোনালি ট্রফি পেয়েই যান পেনেলোপে, তবে তাতে এবারের আসরে ইউরোপীয়দের সুখ্যাতিও ছড়াবে।
নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস)
‘বিইং দ্য রিকার্ডোস’ সিনেমায় লুসিলি বল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর দৌড়ে ভালোই এগিয়ে আছেন নিকোল কিডম্যান। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন এরই মধ্যে। যদিও সিনেমায় লুসিল বলের চরিত্রে নিকোল কিডম্যানের অভিনয় নিয়ে সমালোচকদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন কিডম্যানকে এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার দিলে তা ‘বিইং দ্য রিকার্ডোস’-এর জন্য হবে না। বরং তাঁর স্বতন্ত্র ও বহুমুখী ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হতে পারে। চার দশকের ক্যারিয়ারে নিকোল কিডম্যান সবশেষ সোনালি ট্রফি ঘরে তুলেছিলেন ২০০৩ সালে, ‘দ্য আওয়ারস’ সিনেমায় ভার্জিনিয়া উলফ চরিত্রে অভিনয় দিয়ে।
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফায়ে)
‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন এবার অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। সিনেমাটির বক্স-অফিস প্রাপ্তি হতাশাজনক হলেও প্রশংসিত জেসিকা চ্যাস্টেইন এগিয়ে আছেন দর্শক-সমালোচকদের অধিকাংশের তালিকায়। বিশেষ করে একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস (অস্কার জয়ের সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বাণী হিসাবে ধরা হয় এ পুরস্কার) অর্জনের পর অনেকেই মনে করছেন এবার সেরার পুরস্কার পেতে চলেছেন এই মার্কিন অভিনেত্রী। এমনকি একাডেমির অনেকেও হয়তো ভাবছেন, তিনটি মনোনয়নের পর অবশেষে চ্যাস্টেইনের ট্রফি ঘরে তোলার সময় এসেছে। আসছে রোববার তিনিই শেষ হাসি হাসেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি ঘণ্টা।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ভোগ, ভ্যারাইটি, আইএমডিবি ও এবিসি ডট কম
আর এক দিন পরই সিনেমাপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) যথারীতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪তম আসর। ২৩টি ক্যাটাগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবার আগ্রহ থাকে সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা ও সেরা পরিচালক—এই চার ক্যাটাগরি ঘিরে। বরাবরের মতো এবারও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন দৌড়ে আছেন পাঁচজন। প্রতিবছর অস্কার ঘোষণার আগে কার কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে চলে বিস্তর আলোচনা আর ভবিষ্যদ্বাণী। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া পাঁচজনের কে কতটা এগিয়ে তা জানা যাক—
ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার)
অনবদ্য অভিনয় দিয়ে ‘স্পেনসার’ সিনেমায় দর্শকের মন কেড়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নির্মিত এই সিনেমায় প্রয়াত ব্রিটিশ রাজবধূর চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন। এক সাক্ষাৎকারে পর্দায় ডায়ানা হয়ে ওঠার গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রস্তুতিতে চার মাস সময় লেগে যায়। কারণ, এটা অনেকটাই শারীরিকভাবে তাঁর মতো হয়ে ওঠার ব্যাপার। সেই সঙ্গে উচ্চারণ একটা বিষয় ছিল। এই চরিত্রের কল্যাণে এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ‘টোয়ালাইট’ খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। পাবলো লরেইন পরিচালিত ‘স্পেনসার’ সিনেমাটি গেল বছরের নভেম্বরে মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে। ডায়ানার চরিত্রে ক্রিস্টেনের অভিনয় ভীষণ প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে। এই সিনেমায় তাঁর অভিনয় প্রমাণ করে টোয়ালাইট থেকে কতখানি পরিপক্ব হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, স্পেনসার দিয়েই প্রথমবার সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়ে নিতে পারেন ক্রিস্টেন। তিনি যাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের তিনজন ইতিমধ্যে অস্কার জয়ী। তবে প্রচলিত আছে যে, একাডেমি নবীন অভিনয়শিল্পীদের বিষয়ে কিছুটা পক্ষপাতদুষ্ট।
অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)
‘মাতৃত্ব এক পাহাড়সম বোঝা’—এই উক্তিটি ‘দ্য লস্ট ডটার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র লেডার। সমাজের দৃষ্টিতে এমন ‘বেমানান’ এক মায়ের গল্প ফুটিয়ে তুলেছেন ম্যাগি গিলেনহাল, নিজের ডিরেক্টরাল ডেব্যুতে। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার ‘দ্য লস্ট ডটার’ নির্মিত হয়েছে ২০০৬ সালে প্রকাশিত ইতালীয় ঔপন্যাসিক এলেনা ফারান্তের একই নামের উপন্যাস থেকে। বাণিজ্যিকভাবে অতটা ভালো করতে না পারলেও দ্য লস্ট ডটারকে সাদরে গ্রহণ করেছেন সমালোচকেরা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য এবার অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। তিনি এর আগে ২০১৯ সালে ‘দ্য ফেভারিট’ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন।
পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদারস)
চলচ্চিত্রবোদ্ধাদের মতে, তর্কাতীতভাবে এবারের আসরে জয়ের সম্ভাবনা সবচেয়ে কম পেনেলোপে ক্রুজের। ক্রুজ তাঁর কাজের জন্য আগেও কয়েকটি মনোনয়ন পেয়েছেন যদিও। ২০০৬ সালে ক্রুজ প্রথম মনোনয়ন পান পেদ্রো আলমোদোভারের ‘ভলভার’-এর জন্য। আর ২০০৯ সালে ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ সিনেমা দিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছিলেন এই স্প্যানিশ অভিনেত্রী। স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘ভলভার’ ছাড়াও ‘ব্রোকেন এমব্রাসেস’, ‘অল অ্যাবাউট মাই মাদার’ ও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে কাজ করার জন্যও সুপরিচিত পেনেলোপে ক্রুজ। যদি এবার ‘প্যারালাল মাদারস’ সিনেমার জন্য সোনালি ট্রফি পেয়েই যান পেনেলোপে, তবে তাতে এবারের আসরে ইউরোপীয়দের সুখ্যাতিও ছড়াবে।
নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস)
‘বিইং দ্য রিকার্ডোস’ সিনেমায় লুসিলি বল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর দৌড়ে ভালোই এগিয়ে আছেন নিকোল কিডম্যান। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন এরই মধ্যে। যদিও সিনেমায় লুসিল বলের চরিত্রে নিকোল কিডম্যানের অভিনয় নিয়ে সমালোচকদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন কিডম্যানকে এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার দিলে তা ‘বিইং দ্য রিকার্ডোস’-এর জন্য হবে না। বরং তাঁর স্বতন্ত্র ও বহুমুখী ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হতে পারে। চার দশকের ক্যারিয়ারে নিকোল কিডম্যান সবশেষ সোনালি ট্রফি ঘরে তুলেছিলেন ২০০৩ সালে, ‘দ্য আওয়ারস’ সিনেমায় ভার্জিনিয়া উলফ চরিত্রে অভিনয় দিয়ে।
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফায়ে)
‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন এবার অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। সিনেমাটির বক্স-অফিস প্রাপ্তি হতাশাজনক হলেও প্রশংসিত জেসিকা চ্যাস্টেইন এগিয়ে আছেন দর্শক-সমালোচকদের অধিকাংশের তালিকায়। বিশেষ করে একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস (অস্কার জয়ের সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বাণী হিসাবে ধরা হয় এ পুরস্কার) অর্জনের পর অনেকেই মনে করছেন এবার সেরার পুরস্কার পেতে চলেছেন এই মার্কিন অভিনেত্রী। এমনকি একাডেমির অনেকেও হয়তো ভাবছেন, তিনটি মনোনয়নের পর অবশেষে চ্যাস্টেইনের ট্রফি ঘরে তোলার সময় এসেছে। আসছে রোববার তিনিই শেষ হাসি হাসেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি ঘণ্টা।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ভোগ, ভ্যারাইটি, আইএমডিবি ও এবিসি ডট কম
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৮ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে