বিনোদন ডেস্ক
আর মাত্র এক দিন। আগামীকাল (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসর। কার হাতে উঠছে অস্কার, তা নিয়ে চলছে বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে প্রত্যাশিত নামের তালিকা থাকল এখানে।
সেরা সিনেমা
জিতবে: দ্য পাওয়ার অব দ্য ডগ
জেতা উচিত: দ্য পাওয়ার অব দ্য ডগ
কারণ: ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমাটি চলতি বছরের বেশির ভাগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেরা সিনেমার পুরস্কার জিতেছে। অস্কারেও এই সিনেমাকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন সমালোচকেরা। তবে ‘কোডা’ ও ‘বেলফেস্ট’-এর প্রচুর সম্ভাবনা রয়েছে।
সেরা নির্মাতা
জিতবেন: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
জেতা উচিত: জেন ক্যাম্পিয়ন
কারণ: সেরা সিনেমার পুরস্কার যদি হাতছাড়া হয়েও যায়, সেরা নির্মাতার পুরস্কার জিতে যেতে পারেন ক্যাম্পিয়ন। কারণ এই সিজনের সব বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নির্মাতার পুরস্কার তাঁর হাতেই উঠেছে। তবে চমকে দিয়ে ‘কামঅন কামঅন’ সিনেমার পরিচালক মাইক মিলসও জিতে যেতে পারেন এই পুরস্কার।
সেরা অভিনেতা
জিতবেন: উইল স্মিথ (কিং রিচার্ড)
জেতা উচিত: বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ)
কারণ: স্পোর্টস ড্রামা ‘কিং রিচার্ড’-এ উইল স্মিথের অভিনয় নজর কেড়েছে সবার। সেরা অভিনেতা হিসেবে এবার অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে বেনেডিক্ট কাম্বারব্যাচ ও অ্যান্ড্রু গারফিল্ডও কোনো অংশে কম নন।
সেরা অভিনেত্রী
জিতবেন: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব অ্যা টাম্মি ফায়ে)
জেতা উচিত: স্ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)
কারণ: এ বছর অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছেন চ্যাস্টেইন। তবে ‘স্পেন্সার’ সিনেমায় ক্রিস্টেন মন কেড়েছেন দর্শকের। প্রিন্সেস ডায়ানার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
সেরা পার্শ্ব অভিনেত্রী
জিতবেন: আরিয়ানা ডিবোস, ওয়েস্ট সাইড স্টোরি
জেতা উচিত: আরিয়ানা ডিবোস
কারণ: বাফটাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন আরিয়ানা। এই পুরস্কার এ বছর তারই প্রাপ্য।
সেরা পার্শ্ব অভিনেতা
জিতবেন: ট্রয় কটসুর (কোডা)
জেতা উচিত: কোডি স্মিথ-ম্যাকফি
কারণ: এই দৌড়ে যাঁরা আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন কটসুর। তবে কোডি স্মিথ-ম্যাকফি কিংবা সিয়ারান হিন্ডস পেলেও অবাক হতে হবে না।
সেরা ওরিজিনাল স্ক্রিনপ্লে
জিতবে: লিকোরাইস পিজা
জেতা উচিত: বেলফেস্ট
কারণ: ‘লিকোরাইস পিজা’ সিনেমটি একেবারেই ভিন্ন ধারার। যেমনটা হলিউড আগে দেখেনি। ষাটের দশকের পটভূমির ‘বেলফাস্ট’ সিনেমাটি বুদ্ধিদীপ্ত সংলাপে ভরপুর। ভিন্নধারার সিনেমাটি সবার মন জয় করেছে।
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে
জিতবে: কোডা
জেতা উচিত: দ্য লস্ট ডটার
কারণ: সাধারণত সেরা সিনেমার পুরস্কার যে ছবি জেতে, স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ডও জিতে নেয়। তাই ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এই পুরস্কার জিতে যেতে পারে। তবে ‘দ্য লস্ট ডটার’ ও ‘কোডা’ চলতি বছরের আলোচিত ও প্রশংসিত একটি ছবি। এই পুরস্কার আসলে তাদের প্রাপ্য।
সেরা অ্যানিমেটেড ফিচার
জিতবে: এনচেন্টো
জেতা উচিত: দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস
কারণ: এনচেন্টো বেশির ভাগ অ্যাওয়ার্ড শোতে পুরস্কার জিতে নিয়েছে। তবে মার্কিন গণমাধ্যমের বাজি ‘দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস’-এর পক্ষে।
সেরা ইন্টারন্যাশনাল ফিচার
জিতবে: ড্রাইভ মাই কার
জেতা উচিত: ড্রাইভ মাই কার
কারণ: ছকের বাইরে তৈরি করা এই সিনেমা চলতি বছর সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে যোগ্য। প্রায় সব প্রতিযোগিতায় জয়ও পেয়েছে।
সেরা ডকুমেন্টারি
জিতবে: সামার অব সৌল
জেতা উচিত: সামার অব সৌল
কারণ: কনসার্ট নিয়ে তৈরি এই ডকুমেন্টারি দর্শককে নাচিয়ে তোলে, মনে দাগ কেটে দেয়।
সেরা সিনেমাটোগ্রাফি
জিতবে: ডুন
জেতা উচিত: ডুন
কারণ: সাই ফাই ছবি ডুন দেখার সময় চোখ সরানো যায় না। গ্রেগ ফ্রেজারের অসাধারণ ক্যামেরার কাজ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যারি ওয়েগার।
আর মাত্র এক দিন। আগামীকাল (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসর। কার হাতে উঠছে অস্কার, তা নিয়ে চলছে বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে প্রত্যাশিত নামের তালিকা থাকল এখানে।
সেরা সিনেমা
জিতবে: দ্য পাওয়ার অব দ্য ডগ
জেতা উচিত: দ্য পাওয়ার অব দ্য ডগ
কারণ: ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমাটি চলতি বছরের বেশির ভাগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেরা সিনেমার পুরস্কার জিতেছে। অস্কারেও এই সিনেমাকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন সমালোচকেরা। তবে ‘কোডা’ ও ‘বেলফেস্ট’-এর প্রচুর সম্ভাবনা রয়েছে।
সেরা নির্মাতা
জিতবেন: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
জেতা উচিত: জেন ক্যাম্পিয়ন
কারণ: সেরা সিনেমার পুরস্কার যদি হাতছাড়া হয়েও যায়, সেরা নির্মাতার পুরস্কার জিতে যেতে পারেন ক্যাম্পিয়ন। কারণ এই সিজনের সব বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নির্মাতার পুরস্কার তাঁর হাতেই উঠেছে। তবে চমকে দিয়ে ‘কামঅন কামঅন’ সিনেমার পরিচালক মাইক মিলসও জিতে যেতে পারেন এই পুরস্কার।
সেরা অভিনেতা
জিতবেন: উইল স্মিথ (কিং রিচার্ড)
জেতা উচিত: বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ)
কারণ: স্পোর্টস ড্রামা ‘কিং রিচার্ড’-এ উইল স্মিথের অভিনয় নজর কেড়েছে সবার। সেরা অভিনেতা হিসেবে এবার অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে বেনেডিক্ট কাম্বারব্যাচ ও অ্যান্ড্রু গারফিল্ডও কোনো অংশে কম নন।
সেরা অভিনেত্রী
জিতবেন: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব অ্যা টাম্মি ফায়ে)
জেতা উচিত: স্ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)
কারণ: এ বছর অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছেন চ্যাস্টেইন। তবে ‘স্পেন্সার’ সিনেমায় ক্রিস্টেন মন কেড়েছেন দর্শকের। প্রিন্সেস ডায়ানার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
সেরা পার্শ্ব অভিনেত্রী
জিতবেন: আরিয়ানা ডিবোস, ওয়েস্ট সাইড স্টোরি
জেতা উচিত: আরিয়ানা ডিবোস
কারণ: বাফটাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন আরিয়ানা। এই পুরস্কার এ বছর তারই প্রাপ্য।
সেরা পার্শ্ব অভিনেতা
জিতবেন: ট্রয় কটসুর (কোডা)
জেতা উচিত: কোডি স্মিথ-ম্যাকফি
কারণ: এই দৌড়ে যাঁরা আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন কটসুর। তবে কোডি স্মিথ-ম্যাকফি কিংবা সিয়ারান হিন্ডস পেলেও অবাক হতে হবে না।
সেরা ওরিজিনাল স্ক্রিনপ্লে
জিতবে: লিকোরাইস পিজা
জেতা উচিত: বেলফেস্ট
কারণ: ‘লিকোরাইস পিজা’ সিনেমটি একেবারেই ভিন্ন ধারার। যেমনটা হলিউড আগে দেখেনি। ষাটের দশকের পটভূমির ‘বেলফাস্ট’ সিনেমাটি বুদ্ধিদীপ্ত সংলাপে ভরপুর। ভিন্নধারার সিনেমাটি সবার মন জয় করেছে।
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে
জিতবে: কোডা
জেতা উচিত: দ্য লস্ট ডটার
কারণ: সাধারণত সেরা সিনেমার পুরস্কার যে ছবি জেতে, স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ডও জিতে নেয়। তাই ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এই পুরস্কার জিতে যেতে পারে। তবে ‘দ্য লস্ট ডটার’ ও ‘কোডা’ চলতি বছরের আলোচিত ও প্রশংসিত একটি ছবি। এই পুরস্কার আসলে তাদের প্রাপ্য।
সেরা অ্যানিমেটেড ফিচার
জিতবে: এনচেন্টো
জেতা উচিত: দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস
কারণ: এনচেন্টো বেশির ভাগ অ্যাওয়ার্ড শোতে পুরস্কার জিতে নিয়েছে। তবে মার্কিন গণমাধ্যমের বাজি ‘দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস’-এর পক্ষে।
সেরা ইন্টারন্যাশনাল ফিচার
জিতবে: ড্রাইভ মাই কার
জেতা উচিত: ড্রাইভ মাই কার
কারণ: ছকের বাইরে তৈরি করা এই সিনেমা চলতি বছর সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে যোগ্য। প্রায় সব প্রতিযোগিতায় জয়ও পেয়েছে।
সেরা ডকুমেন্টারি
জিতবে: সামার অব সৌল
জেতা উচিত: সামার অব সৌল
কারণ: কনসার্ট নিয়ে তৈরি এই ডকুমেন্টারি দর্শককে নাচিয়ে তোলে, মনে দাগ কেটে দেয়।
সেরা সিনেমাটোগ্রাফি
জিতবে: ডুন
জেতা উচিত: ডুন
কারণ: সাই ফাই ছবি ডুন দেখার সময় চোখ সরানো যায় না। গ্রেগ ফ্রেজারের অসাধারণ ক্যামেরার কাজ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যারি ওয়েগার।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৮ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে