বিনোদন ডেস্ক
মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৮ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৮ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১০ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১১ ঘণ্টা আগে