বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে তারার মেলা। জমকালো নানা আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
অস্কারে মনোনয়ন পাওয়া সবার ভাগ্যে সোনালি ট্রফি জুটবে না। তাই বলে একেবারে খালি হাতে ফিরতে হবে না মনোনীতদের অধিকাংশকেই। অস্কারে প্রথম সারির বিভাগগুলোতে মনোনীত সবাই উপহার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন।
আর এই ব্যাগে কী পরিমাণ অর্থের উপহার সামগ্রী থাকে, সেটির প্রকৃত অঙ্ক অজানা। তবে এ বছর প্রত্যেকের থলেতে আনুমানিক ১ লাখ ডলারের বেশি মূল্যমানের উপহার সামগ্রী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার উপহার হিসেবে থাকছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা, পপকর্ন, পানীয়, কফি কিট, বিলাসবহুল পারফিউমসহ ৫০টিরও বেশি উপহার সামগ্রী।
লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার থেকে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এবিসি। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পাবেন সোমবার ভোর ছয়টায়।
তথ্যসূত্র: ফক্স বিজনেস, ই-অনলাইন ও দ্য ইন্ডিপেনডেন্ট
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে তারার মেলা। জমকালো নানা আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
অস্কারে মনোনয়ন পাওয়া সবার ভাগ্যে সোনালি ট্রফি জুটবে না। তাই বলে একেবারে খালি হাতে ফিরতে হবে না মনোনীতদের অধিকাংশকেই। অস্কারে প্রথম সারির বিভাগগুলোতে মনোনীত সবাই উপহার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন।
আর এই ব্যাগে কী পরিমাণ অর্থের উপহার সামগ্রী থাকে, সেটির প্রকৃত অঙ্ক অজানা। তবে এ বছর প্রত্যেকের থলেতে আনুমানিক ১ লাখ ডলারের বেশি মূল্যমানের উপহার সামগ্রী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার উপহার হিসেবে থাকছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা, পপকর্ন, পানীয়, কফি কিট, বিলাসবহুল পারফিউমসহ ৫০টিরও বেশি উপহার সামগ্রী।
লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার থেকে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এবিসি। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পাবেন সোমবার ভোর ছয়টায়।
তথ্যসূত্র: ফক্স বিজনেস, ই-অনলাইন ও দ্য ইন্ডিপেনডেন্ট
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৫ ঘণ্টা আগে