বিনোদন ডেস্ক
অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
অবশেষে গৃহনির্যাতন মামলায় সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে পৌঁছেছেন অ্যাম্বার হার্ড। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে নিষ্পত্তির শর্তাবলি উল্লেখ করেননি। ভার্জিনিয়া আদালতের জুরি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার পরেই নিষ্পত্তির ঘোষণা দিলেন অ্যাম্বার হার্ড।
অ্যাম্বার হার্ড বলেছেন, জুরি জনি ডেপকে ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেননি। মামলাটি নিষ্পত্তি করছেন কারণ আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মানসিকতা আর তাঁর নেই।
অ্যাম্বার হার্ড বলেন, ‘আমি আমেরিকান আইনি ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমার সাক্ষ্যগুলো বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার খাদ্য হিসেবে কাজ করেছে।’
‘এখন আমি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পেয়েছি যা আমি ছয় বছর আগে ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি।’ যোগ করেন হার্ড।
মানহানির মামলায় ভার্জিনিয়া আদালতের জুরি ডেপ এবং হার্ড উভয়কে দায়ী বলে মনে করেন। তবে গৃহনির্যাতনের অভিযোগ নিয়ে ছয় সপ্তাহের যে টানটান উত্তেজনার বিচার শুনানি চলে তাতে শেষ পর্যন্ত জনি ডেপের পক্ষেই জুরির সমর্থন চলে যায়।
জুরি ডেপকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিপরীতে অ্যাম্বার হার্ড তাঁর ‘যৌন সহিংসতার’ অভিজ্ঞতার ওপর ২০১৮ সালে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন সেটি মানহানিকর ছিল বলে রায় দিয়েছে জুরি।
এ ঘটনায় অ্যাম্বার হার্ড পাল্টা মামলা করলে আদালত তাঁকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মাল্টি মিলিয়ন ডলারের মানহানি মামলাটি সোশ্যাল মিডিয়ায় ছিল হট কেকের মতো। লাখ লাখ মানুষ এই মামলার শুনানির লাইভ স্ট্রিম দেখেছে। হলিউড তারকাদের অন্দরের খবর জানার এর চেয়ে ভালো সুযোগ সম্ভবত সাধারণ মানুষের সামনে আর আসেনি!
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
১৪ মিনিট আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২০ মিনিট আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৪২ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
১ ঘণ্টা আগে