বিনোদন ডেস্ক
ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।
১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।
ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।
কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”
কনরয়কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করে হলিউডের কাস্টিং ডিরেক্টর আন্দ্রেয়া রোমানো বলেন, ‘কেভিনের উষ্ণ হৃদয়, আনন্দদায়ক গভীর হাসি এবং তাঁর বিশুদ্ধ ভালোবাসা চিরকাল আমার সঙ্গে থাকবে।’
হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।
‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।
ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।
১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।
ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।
কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”
কনরয়কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করে হলিউডের কাস্টিং ডিরেক্টর আন্দ্রেয়া রোমানো বলেন, ‘কেভিনের উষ্ণ হৃদয়, আনন্দদায়ক গভীর হাসি এবং তাঁর বিশুদ্ধ ভালোবাসা চিরকাল আমার সঙ্গে থাকবে।’
হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।
‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।
গত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
২৩ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
২৮ মিনিট আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৮ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৯ ঘণ্টা আগে