বিনোদন ডেস্ক
গত মার্চে ৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায় এক মাস পর একাডেমি অ্যাওয়ার্ডের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানালেন- কোভিড বিধি মেনেই হবে এবারের অস্কারের অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কার আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের অস্কার অনুষ্ঠানটির ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক পরিকল্পনা শেষে ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়।
যদিও জানা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কোভিডের জন্য আরোপ হবে একাধিক সতর্কতা। এর আগে জুমে অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল, তা নাকচ করা হয়েছে।
আমেরিকার বাইরে যাঁরা থাকেন, যেমন ‘প্রমিজিং ইয়াং উইমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, ক্যারে মুলিগান ও রিয়াজ আহমেদ, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে।
এবার অস্কার আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থাসহ থাকবে সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে। সবার জন্যই মাস্ক থাক বাধ্যতামূলক।
সূত্র: হলিউড রিপোটার্স।
গত মার্চে ৯৩তম অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিলেন প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। প্রায় এক মাস পর একাডেমি অ্যাওয়ার্ডের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানালেন- কোভিড বিধি মেনেই হবে এবারের অস্কারের অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আগামী ২৫ এপ্রিল বসবে অস্কার আসর। করোনাভাইরাসের কারণে এ বছরের অস্কার অনুষ্ঠানটির ভাগ্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অনেক পরিকল্পনা শেষে ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়।
যদিও জানা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কোভিডের জন্য আরোপ হবে একাধিক সতর্কতা। এর আগে জুমে অনুষ্ঠান করার যে পরিকল্পনা ছিল, তা নাকচ করা হয়েছে।
আমেরিকার বাইরে যাঁরা থাকেন, যেমন ‘প্রমিজিং ইয়াং উইমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, ক্যারে মুলিগান ও রিয়াজ আহমেদ, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে।
এবার অস্কার আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন ও হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার ব্যবস্থাসহ থাকবে সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে তবেই ঢুকতে দেওয়া হবে। সবার জন্যই মাস্ক থাক বাধ্যতামূলক।
সূত্র: হলিউড রিপোটার্স।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১০ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১০ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১৩ ঘণ্টা আগে