বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।
মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’
বিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। তাঁদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। মাহাদিয়া এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তাঁর গানের কল্যাণে। নাঈম কখনো তবলা, কখনো হারমোনিয়াম নিয়ে মেয়ের সঙ্গে অংশ নেন গানে। তবে অন্য মেয়ে নামিরা কিছুটা আড়ালেই থাকতেই পছন্দ করেন।
মাহাদিয়া ও নামিরা—দুই বোন প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বাটার এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ১৪ জুন। মাহাদিয়া বলেন, ‘বাটা থেকে আমার কাছে এ ধরনের একটি কাজের প্রস্তাব আসে। আমি সেটা আব্বুর সঙ্গে শেয়ার করি। আব্বু অনুমতি দেন, তবে শর্ত ছিল একটাই— পরিবারের সম্মান অক্ষুণ্ন রেখে যেন আমরা দুই বোন কাজ করি। ঠিক তাই করার চেষ্টা করেছি।’ নামিরা বলেন, ‘মিডিয়ায় কাজ করার ব্যাপারে আমার তেমন আগ্রহ নেই। তবে দুই বোন একসঙ্গে করতে হবে শুনে রাজি হয়েছি।’
বিজ্ঞাপনটি বানিয়েছে ‘বাটা’র ক্রিয়েটিভ টিম। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে বিলবোর্ড, ব্যানারে দেখা যাবে মাহাদিয়া-নামিরা দুই বোনকে। ঈদে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে বিজ্ঞাপনটি। ৩৫ বছর আগে তাঁদের বাবা নাঈমও বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। যে কারণে মেয়েদের কাজটি করার অনুমতি দিয়েছেন তিনি। শাবনাজ বলেন, ‘ওদের বাবা বাটার বিজ্ঞাপনে মডেল হয়েছিল। সেই ভালো লাগা থেকে এই কাজটি করার অনুমতি দিয়েছি আমি আর নাঈম।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৬ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৬ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৮ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৯ ঘণ্টা আগে