বিনোদন প্রতিবেদক, ঢাকা
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজু মুনতাসির। টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মুনতাসির। টেলিপ্যাব নির্বাচন ২০২২-২৪ মেয়াদে নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদে জয় পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।
ভোট গ্রহণের প্রায় ২৯ ঘণ্টা পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। সভাপতি পদে পরাজিত প্রার্থী রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হোসেন দোদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু ও কাজী সাইফুল। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ও শহীদ আলমগীর। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন।
আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন সাংগঠনিক সম্পাদক, কে সি পাল অর্থ সম্পাদক, নাহিদ নিয়াজী রিপন দপ্তর সম্পাদক, এম এস কে সানজিদ খান প্রিন্স প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, অলোরা আফরিন আইনবিষয়ক সম্পাদক, জাকির খান ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, এস এম মাসুদ করিম (সুজন) আর্কাইভবিষয়ক সম্পাদক, এম রেজাউল করিম সজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. সায়েম মিয়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ ও মনির পারভেজ।
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাজু মুনতাসির। টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মুনতাসির। টেলিপ্যাব নির্বাচন ২০২২-২৪ মেয়াদে নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদে জয় পেয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল।
ভোট গ্রহণের প্রায় ২৯ ঘণ্টা পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। নির্বাচনে মনোয়ার পাঠান সভাপতি পদে ১২৪ ভোট পেয়েছেন। সভাপতি পদে পরাজিত প্রার্থী রোকেয়া প্রাচী পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির পেয়েছেন ১১৪ ভোট। সাজ্জাদ হোসেন দোদুল হেরে গেছেন ৯৭ ভোট পেয়ে।
বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু ও কাজী সাইফুল। যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ও শহীদ আলমগীর। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে জয়ী অনন্য ইমন।
আরও জিতেছেন ফকরুদ্দিন ছোটন সাংগঠনিক সম্পাদক, কে সি পাল অর্থ সম্পাদক, নাহিদ নিয়াজী রিপন দপ্তর সম্পাদক, এম এস কে সানজিদ খান প্রিন্স প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, অলোরা আফরিন আইনবিষয়ক সম্পাদক, জাকির খান ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, এস এম মাসুদ করিম (সুজন) আর্কাইভবিষয়ক সম্পাদক, এম রেজাউল করিম সজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মো. সায়েম মিয়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ ও মনির পারভেজ।
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৩ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৭ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৭ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৮ ঘণ্টা আগে