বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
দেশব্যাপী শুরু হয়েছে প্রতিভা খোঁজার প্রতিযোগিতা ‘টফি স্টার সার্চ’। ইতিমধ্যে পাওয়া গেছে এ প্রতিযোগিতার সেরা ১১ জনকে। শীর্ষ ১১ থেকে সেরা বিজয়ীকে বেছে নেওয়ার জন্য চলছে ভোট পর্ব। স্টার সার্চ-এর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এগিয়ে এসেছে চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পছন্দের প্রতিযোগিকে ভোট দেওয়া যাবে।
টফি অ্যাপ ও ফেসবুক পেজে পছন্দের প্রতিযোগির ফাইনাল পারফরম্যান্সের ভিডিও লাইক, রিঅ্যাক্ট ও শেয়ার করে ভোট দেওয়া যাবে। দর্শক আর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে টফি স্টার সার্চ ঘোষণা করবে বিজয়ী, প্রথম এবং দ্বিতীয় রানারআপের নাম।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করবেন, তারা পাবেন যথাক্রমে ২৫, ১৫ এবং ১০ লক্ষ টাকা মূল্যমানের পুরস্কার। আগামী ১৮ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে স্টার সার্চ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
টফি স্টার সার্চ প্রতিযোগিতায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। আয়োজনটি নিয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, ‘দেশের এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফিতে প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য টফি স্টার সার্চ সারা দেশের প্রতিযোগীদের আমন্ত্রণ জানিয়েছিল ভিডিও সাবমিট করার জন্য। শীর্ষ ১১ প্রতিযোগী থেকে দেশ সেরা প্রতিভা খুঁজে পেতে আমরাও অপেক্ষায় আছি।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ মিনিট আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ মিনিট আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৩ ঘণ্টা আগে