বিনোদন প্রতিবেদক, ঢাকা
মোশাররফ করিম প্রতিটি চরিত্রে নিজেকে মানিয়ে নেন সাবলীলভাবে। আসছে ঈদে তিনি এবার হাজির হচ্ছেন দপ্তরি চরিত্রে। শাব্দিক শাহীনের পরিচালনায় ‘লতিফ দপ্তরি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে।
নাটকটি নিয়ে আজকের পত্রিকাকে শাব্দিক শাহীন বলেন, ‘আমার নির্মাণ যারা দেখেন, তারা জানেন আমি সব মসময় ভিন্ন কিছু নির্মাণের চেষ্টা করি। আমি এই গল্পে একজন মানুষের গল্প বলতে চেয়েছি। যে মানুষ প্রকৃতির আদর্শ বুকে নিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যে বিশ্বাস করে সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব শুধু প্রকৃতির একার নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমানভাবে যত্নশীল হতে হয়। আশা করি গল্পটি সবার ভালো লাগবে।’
‘লতিফ দপ্তরি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ।
সম্প্রতি নাটকটির একটি প্রমো প্রকাশ্যে এসেছে। প্রমোতে মোশাররফ করিমের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। সেটা হলো, ‘এই যে ছোট ছোট ছাওয়াল-পাওয়াল আমাদের স্কুলে, একেকটা কিন্তু তরতাজা চারাগাছ। ঠিকঠাক যদি যত্নআত্তি করা যায়, তাইলে একটা বিশাল বড় মহিরুহে পরিণত হবে। কত মানুষকে ছায়া দেবে।’
মোশাররফ করিম প্রতিটি চরিত্রে নিজেকে মানিয়ে নেন সাবলীলভাবে। আসছে ঈদে তিনি এবার হাজির হচ্ছেন দপ্তরি চরিত্রে। শাব্দিক শাহীনের পরিচালনায় ‘লতিফ দপ্তরি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে।
নাটকটি নিয়ে আজকের পত্রিকাকে শাব্দিক শাহীন বলেন, ‘আমার নির্মাণ যারা দেখেন, তারা জানেন আমি সব মসময় ভিন্ন কিছু নির্মাণের চেষ্টা করি। আমি এই গল্পে একজন মানুষের গল্প বলতে চেয়েছি। যে মানুষ প্রকৃতির আদর্শ বুকে নিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যে বিশ্বাস করে সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব শুধু প্রকৃতির একার নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমানভাবে যত্নশীল হতে হয়। আশা করি গল্পটি সবার ভালো লাগবে।’
‘লতিফ দপ্তরি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ।
সম্প্রতি নাটকটির একটি প্রমো প্রকাশ্যে এসেছে। প্রমোতে মোশাররফ করিমের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। সেটা হলো, ‘এই যে ছোট ছোট ছাওয়াল-পাওয়াল আমাদের স্কুলে, একেকটা কিন্তু তরতাজা চারাগাছ। ঠিকঠাক যদি যত্নআত্তি করা যায়, তাইলে একটা বিশাল বড় মহিরুহে পরিণত হবে। কত মানুষকে ছায়া দেবে।’
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৫ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৫ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৬ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৮ ঘণ্টা আগে