বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ১৫ বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন সাজ্জাদ হোসেন দোদুল। দুই বছর আগে স্ত্রী-নির্মাতা লাজুকের অনুরোধে একটি নাটকে তার অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত কাজটি করা হয়নি। এই দীর্ঘ বিরতিতে তাকে অভিনয়ে না পাওয়া গেলেও নির্মাণ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।
নিজের পরিচালিত ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন দোদুল। নতুন এই ধারাবাহিকের নাম ‘মুসা’। গত ২ আগস্ট থেকে তারকাবহুল এই ধারাবাহিকটি বৈশাখী টিভিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ধারাবাহিকটির ২২ তম পর্ব প্রচার হবে। নতুন পর্বে দেখা মিলবে অভিনেতা দোদুলকে।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, ‘নিজের আগ্রহতেই এবার অভিনয়ে ফিরেছি। তবে অনেকেই আমাকে অভিনয়ে দেখতে চায়। অভিনয়ের জন্য তাদের থেকে এক ধরনের চাপ রয়েছে। অভিনয় করার আগ্রহ থাকলেও সেভাবে সময় দিতে পারছি না। অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় নাম লেখিয়েছিলাম। বিভিন্ন কারণে অভিনয়ে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। এখন থেকে নিয়মিত অভিনয় করবো।’
‘মুসা’ ধারাবাহিকে রঘু চরিত্রে অভিনয় করেছেন দোদুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিকের গল্পটি অপরাধ জগতের। নাটকটি লিখতে গিয়ে অনেককিছু সম্পর্কে খোঁজ খবর নিতে হয়েছিল। তবে এই গল্পে একেবারে সত্যি ঘটনা উঠে না এলেও একরকম অপরাধ জগতের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রঘু ভয়ংকর একটি চরিত্র। যার বাম চোখ অন্ধ, একজন পেশাদার খুনি। জীবন্ত সাপ নিয়ে আছে দারুণ সব গল্প। রাজধানী শহর রঘুর কথায় চলে। এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে অভিনয়ে ফিরলাম। আশা করছি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ও রঘু চরিত্র পছন্দ হবে।’
নব্বই দশকে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হয় দোদুলের। এক দশক অভিনয় করার পর তিনি লেখালেখি ও নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। ‘আমি এখন’ নাটকটি প্রচারের পর সেই সময় পরিচিতি পান তিনি। এরপরই চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘আজকের প্রতিবাদ’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায়ও পথচলা শুরু হয়। এর আগে চাষী নজরুলের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন দোদুল। এরপর আরও বেশকিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন তিনি।
পরবর্তীকালে চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন এ অভিনেতা। শুরু করেন দ্বিতীয় অধ্যায়। তবে কাজ ভিন্ন। সহকারী পরিচালক হিসেবেই তার পরবর্তী অধ্যায় শুরু হয়। এভাবে একসময় নাট্যনির্মাতা হিসেবেও পরিচিতি তৈরি করেছেন দোদুল। এরপর থেকে নিয়মিত নির্মাণ করছেন তিনি। মাঝে মধ্যে অভিনয়ে পাওয়া যেত তাকে। মাঝে অভিনয়ে ছিল ১৫ বছরের বিরতি। সেই বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে অভিনেতা দোদুল।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত তারকাবহুল দীর্ঘ ধারাবাহিক ‘মুসা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, নাইরুজ সিফাত, জেবা জান্নাত প্রমুখ।
দীর্ঘ ১৫ বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন সাজ্জাদ হোসেন দোদুল। দুই বছর আগে স্ত্রী-নির্মাতা লাজুকের অনুরোধে একটি নাটকে তার অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত কাজটি করা হয়নি। এই দীর্ঘ বিরতিতে তাকে অভিনয়ে না পাওয়া গেলেও নির্মাণ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।
নিজের পরিচালিত ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন দোদুল। নতুন এই ধারাবাহিকের নাম ‘মুসা’। গত ২ আগস্ট থেকে তারকাবহুল এই ধারাবাহিকটি বৈশাখী টিভিতে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ধারাবাহিকটির ২২ তম পর্ব প্রচার হবে। নতুন পর্বে দেখা মিলবে অভিনেতা দোদুলকে।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, ‘নিজের আগ্রহতেই এবার অভিনয়ে ফিরেছি। তবে অনেকেই আমাকে অভিনয়ে দেখতে চায়। অভিনয়ের জন্য তাদের থেকে এক ধরনের চাপ রয়েছে। অভিনয় করার আগ্রহ থাকলেও সেভাবে সময় দিতে পারছি না। অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় নাম লেখিয়েছিলাম। বিভিন্ন কারণে অভিনয়ে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। এখন থেকে নিয়মিত অভিনয় করবো।’
‘মুসা’ ধারাবাহিকে রঘু চরিত্রে অভিনয় করেছেন দোদুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিকের গল্পটি অপরাধ জগতের। নাটকটি লিখতে গিয়ে অনেককিছু সম্পর্কে খোঁজ খবর নিতে হয়েছিল। তবে এই গল্পে একেবারে সত্যি ঘটনা উঠে না এলেও একরকম অপরাধ জগতের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রঘু ভয়ংকর একটি চরিত্র। যার বাম চোখ অন্ধ, একজন পেশাদার খুনি। জীবন্ত সাপ নিয়ে আছে দারুণ সব গল্প। রাজধানী শহর রঘুর কথায় চলে। এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে অভিনয়ে ফিরলাম। আশা করছি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ও রঘু চরিত্র পছন্দ হবে।’
নব্বই দশকে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হয় দোদুলের। এক দশক অভিনয় করার পর তিনি লেখালেখি ও নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। ‘আমি এখন’ নাটকটি প্রচারের পর সেই সময় পরিচিতি পান তিনি। এরপরই চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘আজকের প্রতিবাদ’ নামের সিনেমা দিয়ে বড় পর্দায়ও পথচলা শুরু হয়। এর আগে চাষী নজরুলের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন দোদুল। এরপর আরও বেশকিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন তিনি।
পরবর্তীকালে চলচ্চিত্রে অশ্লীলতা শুরু হলে সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন এ অভিনেতা। শুরু করেন দ্বিতীয় অধ্যায়। তবে কাজ ভিন্ন। সহকারী পরিচালক হিসেবেই তার পরবর্তী অধ্যায় শুরু হয়। এভাবে একসময় নাট্যনির্মাতা হিসেবেও পরিচিতি তৈরি করেছেন দোদুল। এরপর থেকে নিয়মিত নির্মাণ করছেন তিনি। মাঝে মধ্যে অভিনয়ে পাওয়া যেত তাকে। মাঝে অভিনয়ে ছিল ১৫ বছরের বিরতি। সেই বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে অভিনেতা দোদুল।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত তারকাবহুল দীর্ঘ ধারাবাহিক ‘মুসা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, নাইরুজ সিফাত, জেবা জান্নাত প্রমুখ।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
১ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
২ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১২ ঘণ্টা আগে