বিনোদন ডেস্ক
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে