বিনোদন প্রতিবেদক, ঢাকা
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।
একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।
একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।
‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
২৯ মিনিট আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৫ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৫ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৬ ঘণ্টা আগে