বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।’
গত ২৭ ও ২৮ অক্টোবর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের এলাকায় হয় এই নাটকের শুটিং হয়। তৌহিদ হকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু।
নাটকটি সম্পর্কে সাদিয়া আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মা এবং মেয়ের গল্প। একজন টিনেজার মেয়ের জীবনে নেওয়া অনেক ভুল সিদ্ধান্তের খেসারতের গল্প “রিগ্রেট”। টিনএজ বয়সে অনেকেই পরিবারকে অবহেলা করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। পরিবারের কাছের মানুষদেরও তখন তাদের শত্রু মনে হয়। আমার মনে হয় গল্পটা প্রতিটি টিনেজারের দেখা উচিত।’
‘রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি তাঁর পরিচালিত প্রথম নাটক। আর এই নাটক প্রযোজনা করেছেন তাঁর মা। নাটক নির্মাণে সব টাকা দিয়েছেন তিনি। তৌহিদ বলেন, ‘আমি যখন কোনো প্রযোজকের কাছে যাই, তারা আমার ওপরে ভরসা পাননি। কিন্তু মা আমাকে সেই ভরসা দিয়েছেন। মায়ের অনেক দিনের স্বপ্ন, ছেলে একদিন বড় নির্মাতা হবে। মা তার জমানো টাকা দিয়ে বলেন, তুই নাটক বানা।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন—হিন্দোল রায়, রকি খান, সোহেল তৌফিক প্রমুখ।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৩ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৫ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৬ ঘণ্টা আগে