বিনোদন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের চোখে বিনোদন ক্যাটাগরিতে বছরের সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।
আনন্দবাজার পরীকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘অভিনেত্রী অনেকেই হন, কিন্তু নায়িকা হাতে গোনা। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে এ দেশেও খ্যাত পরীমণি। এমন খুব বেশি দেখা যায় না। জয়া আহসান আছেন। আছেন সত্যজিৎ রায়ের ছবির ববিতাও। তাঁদের কথা আলাদা। এ বঙ্গের ছবিতে কাজ করে এখানে পরিচিতি। এই নায়িকা এ দেশের ছবি করেন না। শুধু বাংলাদেশে কাজ করেন। বসবাস সেখানেই। অল্প সময়ের মধ্যেই কাজ করেছেন বহু নামী পরিচালকের সঙ্গে। পর্দায় তাঁকে দেখতে পছন্দ করেন বহুজন। আবার তাঁর বর্ণময় জীবন ঘিরেও রহস্য, বিতর্ক, আগ্রহ কখনো কমে না। দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে এ বঙ্গেও। নায়িকার নতুন ছবি থেকে তাঁর ব্যক্তিগত জীবন, সবই এখানে চর্চার বিষয়। পরীমণির নতুন ছবি আসুক বা না-ই আসুক, তাঁর খবর চাই। নক্ষত্রদের ক্ষেত্রে যেমন হয় আর কি!’
প্রতিবছরই খেলা, বিনোদন, বিজ্ঞান ও শিক্ষা ক্যাটাগরিতে সেরাদের ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার পত্রিকা। গতকাল শুক্রবার পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টালিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার নিতে মঞ্চে উঠে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের চোখে বিনোদন ক্যাটাগরিতে বছরের সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।
আনন্দবাজার পরীকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘অভিনেত্রী অনেকেই হন, কিন্তু নায়িকা হাতে গোনা। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে এ দেশেও খ্যাত পরীমণি। এমন খুব বেশি দেখা যায় না। জয়া আহসান আছেন। আছেন সত্যজিৎ রায়ের ছবির ববিতাও। তাঁদের কথা আলাদা। এ বঙ্গের ছবিতে কাজ করে এখানে পরিচিতি। এই নায়িকা এ দেশের ছবি করেন না। শুধু বাংলাদেশে কাজ করেন। বসবাস সেখানেই। অল্প সময়ের মধ্যেই কাজ করেছেন বহু নামী পরিচালকের সঙ্গে। পর্দায় তাঁকে দেখতে পছন্দ করেন বহুজন। আবার তাঁর বর্ণময় জীবন ঘিরেও রহস্য, বিতর্ক, আগ্রহ কখনো কমে না। দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে এ বঙ্গেও। নায়িকার নতুন ছবি থেকে তাঁর ব্যক্তিগত জীবন, সবই এখানে চর্চার বিষয়। পরীমণির নতুন ছবি আসুক বা না-ই আসুক, তাঁর খবর চাই। নক্ষত্রদের ক্ষেত্রে যেমন হয় আর কি!’
প্রতিবছরই খেলা, বিনোদন, বিজ্ঞান ও শিক্ষা ক্যাটাগরিতে সেরাদের ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার পত্রিকা। গতকাল শুক্রবার পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টালিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার নিতে মঞ্চে উঠে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
৭ মিনিট আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৯ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১৯ ঘণ্টা আগে