বিনোদন ডেস্ক
পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানান অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মধুমিতাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। অসুস্থতার মধ্যেও হাসিমুখে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’
অসুস্থতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে মধুমিতা জানান, তাঁর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তাই হাসপাতালে ভর্তি হই, রোববার আমার অস্ত্রোপচার হয়।’
মধুমিতা আরও বলেন, ‘আমার রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন ভালোভাবেই অস্ত্রোপচার হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’
অভিনেত্রীকে আগামী কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়িতে ফিরেও বিশ্রামে থাকতে হবে আরও কয়েক দিন। তাই এখনই শুটিং ফ্লোরে ফেরা হচ্ছে না তাঁর।
এই মুহূর্তে ‘চিনি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা। শুটিংয়ের মধ্যে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। তারপরই আসে অসুস্থ হওয়ার খবর।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানান অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মধুমিতাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। অসুস্থতার মধ্যেও হাসিমুখে ছবি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভালোভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’
অসুস্থতার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে মধুমিতা জানান, তাঁর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। তারপর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তাই হাসপাতালে ভর্তি হই, রোববার আমার অস্ত্রোপচার হয়।’
মধুমিতা আরও বলেন, ‘আমার রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন ভালোভাবেই অস্ত্রোপচার হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি।’
অভিনেত্রীকে আগামী কয়েক দিন হাসপাতালেই থাকতে হবে। বাড়িতে ফিরেও বিশ্রামে থাকতে হবে আরও কয়েক দিন। তাই এখনই শুটিং ফ্লোরে ফেরা হচ্ছে না তাঁর।
এই মুহূর্তে ‘চিনি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা। শুটিংয়ের মধ্যে ছুটি কাটিয়ে এসেছেন তিনি। তারপরই আসে অসুস্থ হওয়ার খবর।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১০ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১০ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১২ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১৩ ঘণ্টা আগে