অনলাইন ডেস্ক
মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সৌদি চলচ্চিত্র ‘এইচডব্লিউজেএন’-এর অফিশিয়াল ট্রেলার। সায়েন্স ফিকশন এবং রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে সৌদি আরবের ইব্রাহিম আব্বাসের লিখিত উপন্যাস ‘এইচডব্লিউজেএন’ অবলম্বনে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিনেমাটি নির্মাণে একযোগে কাজ করেছে ইমেজ নেশন আবু ধাবি, ভিওএক্স স্টুডিও এবং এমবিসি স্টুডিও। এই তিনটি প্রতিষ্ঠান ‘এইচডব্লিউজেএন’-এর বিষয়ে পরিকল্পনা শুরু করা হয় ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবের সময়। সেই সময়ই এই প্রতিষ্ঠানটি আরব ভূখণ্ডের জন্য চলচ্চিত্র এবং টিভি কনটেন্ট নির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দেয়।
এর আগে, ২০১৩ সালে প্রথমবারের মতো বাজারে আসে ‘এইচডব্লিউজেএন’-উপন্যাসটি। বইটি মূলত পশ্চিমা সায়েন্স ফিকশন ভাবধারা এবং সৌদি লোককথার সমন্বয়ে লিখিত। বইটি প্রকাশের পরপরই দেশটি ব্যাপক সাড়া ফেলে।
সেই আলোচিত বইটি অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরি। ইয়াসির আল-ইয়াসিরি দুবাইয়ে তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এএক্সএক্স—দাঁড় করিয়েছেন। ‘এইচডব্লিউজেএন’-চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আল-ইয়াসিরির প্রতিষ্ঠান।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—বারা আলেম, নূর আলখাদরা, নায়েফ আলদিফেরি, আলানূদ সৌদ এবং মোহসেন মনসুর।
এদিকে, ট্রেলার মুক্তি পেলেও চলচ্চিত্রটি কবে বক্স অফিসে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৩১ মিনিট আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৪ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৮ ঘণ্টা আগে