বিনোদন ডেস্ক
গত তিন বছর ধরে ‘অস্কার’ বিতরণী মঞ্চে ছিলেন না কোনো সঞ্চালক। তবে ৯৪তম আসরে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সামনে রেখে এসেছে নতুন ঘোষণা। অস্কার বিতরণ মঞ্চে এবার থাকছেন সঞ্চালক।
সঞ্চালক ফেরানোর ঘোষণাটি দিয়েছেন এবিসি এন্টারটেইনমেন্টের সভাপতি ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু অরিজিনাল ক্রেইগ এরউইচ। তবে কে থাকছেন সঞ্চালক হিসেবে, তা জানানো হয়নি।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বছরগুলোতে অস্কারের রেটিং অনেক কমে গেছে। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আয়োজনে দর্শকসংখ্যা ছিল মাত্র ১০ দশমিক ৪ মিলিয়ন পর্যন্ত, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ কম। মূলত এ কারণে অনুষ্ঠানে আবার সঞ্চালক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রেইগ এরউইচ বলেন, ‘অস্কারে তিন বছর পর সঞ্চালক ফিরছেন। আমরা জানি, অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করে। তাঁদের আনন্দ বাড়িয়ে দিতে চাই। তবে কে সঞ্চালক হবেন তা আমরা এখনই জানাতে চাই না। শিগগিরই এটা জানানো হবে।’
২০১৮ সালে অস্কারে শেষ সঞ্চালক ছিলেন জিমি কিমেল। এদিকে আগামী আসরে সঞ্চালক হতে আগ্রহ দেখিয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা টম হল্যান্ড।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।
গত তিন বছর ধরে ‘অস্কার’ বিতরণী মঞ্চে ছিলেন না কোনো সঞ্চালক। তবে ৯৪তম আসরে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সামনে রেখে এসেছে নতুন ঘোষণা। অস্কার বিতরণ মঞ্চে এবার থাকছেন সঞ্চালক।
সঞ্চালক ফেরানোর ঘোষণাটি দিয়েছেন এবিসি এন্টারটেইনমেন্টের সভাপতি ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু অরিজিনাল ক্রেইগ এরউইচ। তবে কে থাকছেন সঞ্চালক হিসেবে, তা জানানো হয়নি।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বছরগুলোতে অস্কারের রেটিং অনেক কমে গেছে। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আয়োজনে দর্শকসংখ্যা ছিল মাত্র ১০ দশমিক ৪ মিলিয়ন পর্যন্ত, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ কম। মূলত এ কারণে অনুষ্ঠানে আবার সঞ্চালক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রেইগ এরউইচ বলেন, ‘অস্কারে তিন বছর পর সঞ্চালক ফিরছেন। আমরা জানি, অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করে। তাঁদের আনন্দ বাড়িয়ে দিতে চাই। তবে কে সঞ্চালক হবেন তা আমরা এখনই জানাতে চাই না। শিগগিরই এটা জানানো হবে।’
২০১৮ সালে অস্কারে শেষ সঞ্চালক ছিলেন জিমি কিমেল। এদিকে আগামী আসরে সঞ্চালক হতে আগ্রহ দেখিয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা টম হল্যান্ড।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৮ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৮ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৯ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১১ ঘণ্টা আগে