জাহিদ হাসান, যশোর
অনেক দিন পর জমে উঠেছে দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মণিহার। ঈদের দিন থেকে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি। যশোরসহ আশপাশের জেলাগুলো থেকে শাকিব-ইধিকা পালের রোমান্স দেখতে ছুটে আসছেন সিনেমাপ্রেমীরা।
প্রিয়তমা দেখে দর্শকেরা বলছেন, শাকিব খানের অভিনয়ে তাঁরা মুগ্ধ। প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটি ব্যবসাসফল বলেই মনে হচ্ছে। প্রতিদিন চারটি শোর মধ্যে প্রায় সব কটি হাউসফুল যাচ্ছে।
যশোরের মণিহার একসময় ঢাকার সঙ্গে পাল্লা দিত। অতীতে অনেক ব্যবসাসফল ছবি মুক্তি পেয়েছে হলটিতে। একসময় জমজমাট ছিল। ব্যবসার দুর্দিনের মধ্যে আলোড়ন তুলেই মুক্তি পেয়েছে প্রিয়তমা। সিনেমার টিজার, গান দেখে মুক্তির আগেই আলোচনায় এসেছে। ঈদের দিন থেকে মণিহারে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২০টি শো হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ সিনেমাটি দেখেছেন। মণিহারে টিকিটের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সে হিসাবে, চার দিনে ১১ লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছে। অবশ্য কত টাকার টিকিট বিক্রি হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলতে চাননি হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন।
প্রিয়তমা রোম্যান্টিক অ্যাকশন ছবি। দারুণ গল্প, অভিনয় আর প্রিয়তমার শেষ পরিণতি দেখে অঝোরে কেঁদেছেন অনেক দর্শক। কেউ আবার নিজের জীবনের অতীতকেও খুঁজে পেয়েছেন।
দীর্ঘ ১২ বছর পর নড়াইল থেকে পরিবার নিয়ে হলে এসেছেন রোকেয়া বেগম। জানালেন, বাংলাদেশে সিনেমার প্রেক্ষাপট বদলেছে। একটা সময় ছিল পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে আসত। প্রিয়তমা সম্পর্কে বলেন, ‘শাকিব খান বাংলাদেশের গর্ব। দারুণ গল্প আর অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য দর্শক।’
জীবনে প্রথম হলে এসে দারুণ অভিজ্ঞতা হলো কলেজপড়ুয়া লিজা খাতুনের। শাকিব খানের ভক্ত লিজা। তবে হলে সিনেমা দেখার পরিবেশ না থাকায় সাহস করে কখনো এ মুখো হননি। জানালেন, শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে তিনি মুগ্ধ।
নড়াইল থেকে সিনেমা দেখতে এসে সবুজ সুলতান জানালেন, নিজের জীবনের অতীত দেখতে পেয়েছেন প্রিয়তমা সিনেমায়। মনে ধরেছে সিনেমার একটি ডায়ালগ—তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করে দেখাব!
প্রদর্শনী শেষে প্রচণ্ড ভিড় ঠেলে এগিয়ে আসছিলেন আরেক দর্শক নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটি অনেক কষ্টের। দর্শকদের চোখে জল চলে আসে। খুব কেঁদেছি।’
সাব্বির হোসেন নামে এক দর্শক বলেন, ‘সাকিব খান যে অভিনয় করে; সেটা থেকে এই সিনেমা ব্যতিক্রম। সিনেমা দেখে অনেক ভালো লাগল। সাকিবের যে লুক; এই সিনেমাতে অনেক পরিবর্তন হয়েছে। আগের সিনেমা থেকে তার এই সিনেমাতে অভিনয় অনেক ভালো হয়েছে। খুব সুন্দর ছিল সিনেমাটা। বলা যায় অসাধারণ! খুব ইমোশনাল সিনেমা। এই রকম সিনেমা আমরা প্রত্যাশা করি। শেষের দৃশ্যগুলো সত্যি মারাত্মক ছিল।’
মুগ্ধতার কথা জানালেন ঝিনাইদহ কালীগঞ্জ থেকে দল বেঁধে আসা কলেজপড়ুয়া সাদ্দাম হোসেনও। তাঁর চোখে এটিই শাকিব খানের সেরা সিনেমা।
হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘শাকিব খানের ছবি সব সময় ব্যবসাসফল হয়। তবে প্রিয়তমা হয়তো রেকর্ড ভাঙতে চলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত প্রায় সবগুলো শো হাউসফুল চলেছে। দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটা ব্যবসাসফল। পরান ও হাওয়া সিনেমার পর ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা।’
জিয়াউল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন সিদ্ধান্ত দর্শকদের মধ্যে প্রিয়তমার চাহিদা যত দিন থাকবে তত দিন এটিরই প্রদর্শনী চলবে।
এদিকে দল বেঁধে প্রেক্ষাগৃহে যাচ্ছেন যশোরের দর্শকেরা। বাংলা সিনেমার এই নতুন দর্শকদের অধিকাংশই তরুণ ও নারী। দল নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন তরুণ নাছিম রেজা। তিনি বলেন, ‘এভাবে দল বেঁধে সিনেমা দেখতে ভালোই লাগে। কিন্তু সব সিনেমা দেখতে আসা হয় না। ভালো সিনেমা সবাই মিলে দেখতে আসা হয়। হাওয়ার পরে এই সিনেমা দেখতে এসেছি।’
এ প্রসঙ্গে হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘ঈদের দিন থেকে শুরু হওয়া এ সিনেমাটি তরুণ-তরুণীরা পছন্দ করছে। একই সঙ্গে শাকিবের নিজস্ব দর্শক রয়েছে। দর্শক মোটামুটি। প্রিয়তমা ছবিটি আবার আমাদের স্বপ্ন দেখাচ্ছে।’
অনেক দিন পর জমে উঠেছে দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মণিহার। ঈদের দিন থেকে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি। যশোরসহ আশপাশের জেলাগুলো থেকে শাকিব-ইধিকা পালের রোমান্স দেখতে ছুটে আসছেন সিনেমাপ্রেমীরা।
প্রিয়তমা দেখে দর্শকেরা বলছেন, শাকিব খানের অভিনয়ে তাঁরা মুগ্ধ। প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটি ব্যবসাসফল বলেই মনে হচ্ছে। প্রতিদিন চারটি শোর মধ্যে প্রায় সব কটি হাউসফুল যাচ্ছে।
যশোরের মণিহার একসময় ঢাকার সঙ্গে পাল্লা দিত। অতীতে অনেক ব্যবসাসফল ছবি মুক্তি পেয়েছে হলটিতে। একসময় জমজমাট ছিল। ব্যবসার দুর্দিনের মধ্যে আলোড়ন তুলেই মুক্তি পেয়েছে প্রিয়তমা। সিনেমার টিজার, গান দেখে মুক্তির আগেই আলোচনায় এসেছে। ঈদের দিন থেকে মণিহারে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২০টি শো হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ সিনেমাটি দেখেছেন। মণিহারে টিকিটের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সে হিসাবে, চার দিনে ১১ লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছে। অবশ্য কত টাকার টিকিট বিক্রি হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলতে চাননি হলের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন।
প্রিয়তমা রোম্যান্টিক অ্যাকশন ছবি। দারুণ গল্প, অভিনয় আর প্রিয়তমার শেষ পরিণতি দেখে অঝোরে কেঁদেছেন অনেক দর্শক। কেউ আবার নিজের জীবনের অতীতকেও খুঁজে পেয়েছেন।
দীর্ঘ ১২ বছর পর নড়াইল থেকে পরিবার নিয়ে হলে এসেছেন রোকেয়া বেগম। জানালেন, বাংলাদেশে সিনেমার প্রেক্ষাপট বদলেছে। একটা সময় ছিল পরিবার নিয়ে মানুষ সিনেমা হলে আসত। প্রিয়তমা সম্পর্কে বলেন, ‘শাকিব খান বাংলাদেশের গর্ব। দারুণ গল্প আর অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য দর্শক।’
জীবনে প্রথম হলে এসে দারুণ অভিজ্ঞতা হলো কলেজপড়ুয়া লিজা খাতুনের। শাকিব খানের ভক্ত লিজা। তবে হলে সিনেমা দেখার পরিবেশ না থাকায় সাহস করে কখনো এ মুখো হননি। জানালেন, শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে তিনি মুগ্ধ।
নড়াইল থেকে সিনেমা দেখতে এসে সবুজ সুলতান জানালেন, নিজের জীবনের অতীত দেখতে পেয়েছেন প্রিয়তমা সিনেমায়। মনে ধরেছে সিনেমার একটি ডায়ালগ—তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করে দেখাব!
প্রদর্শনী শেষে প্রচণ্ড ভিড় ঠেলে এগিয়ে আসছিলেন আরেক দর্শক নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটি অনেক কষ্টের। দর্শকদের চোখে জল চলে আসে। খুব কেঁদেছি।’
সাব্বির হোসেন নামে এক দর্শক বলেন, ‘সাকিব খান যে অভিনয় করে; সেটা থেকে এই সিনেমা ব্যতিক্রম। সিনেমা দেখে অনেক ভালো লাগল। সাকিবের যে লুক; এই সিনেমাতে অনেক পরিবর্তন হয়েছে। আগের সিনেমা থেকে তার এই সিনেমাতে অভিনয় অনেক ভালো হয়েছে। খুব সুন্দর ছিল সিনেমাটা। বলা যায় অসাধারণ! খুব ইমোশনাল সিনেমা। এই রকম সিনেমা আমরা প্রত্যাশা করি। শেষের দৃশ্যগুলো সত্যি মারাত্মক ছিল।’
মুগ্ধতার কথা জানালেন ঝিনাইদহ কালীগঞ্জ থেকে দল বেঁধে আসা কলেজপড়ুয়া সাদ্দাম হোসেনও। তাঁর চোখে এটিই শাকিব খানের সেরা সিনেমা।
হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘শাকিব খানের ছবি সব সময় ব্যবসাসফল হয়। তবে প্রিয়তমা হয়তো রেকর্ড ভাঙতে চলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত প্রায় সবগুলো শো হাউসফুল চলেছে। দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটা ব্যবসাসফল। পরান ও হাওয়া সিনেমার পর ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা।’
জিয়াউল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকে আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন সিদ্ধান্ত দর্শকদের মধ্যে প্রিয়তমার চাহিদা যত দিন থাকবে তত দিন এটিরই প্রদর্শনী চলবে।
এদিকে দল বেঁধে প্রেক্ষাগৃহে যাচ্ছেন যশোরের দর্শকেরা। বাংলা সিনেমার এই নতুন দর্শকদের অধিকাংশই তরুণ ও নারী। দল নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন তরুণ নাছিম রেজা। তিনি বলেন, ‘এভাবে দল বেঁধে সিনেমা দেখতে ভালোই লাগে। কিন্তু সব সিনেমা দেখতে আসা হয় না। ভালো সিনেমা সবাই মিলে দেখতে আসা হয়। হাওয়ার পরে এই সিনেমা দেখতে এসেছি।’
এ প্রসঙ্গে হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘ঈদের দিন থেকে শুরু হওয়া এ সিনেমাটি তরুণ-তরুণীরা পছন্দ করছে। একই সঙ্গে শাকিবের নিজস্ব দর্শক রয়েছে। দর্শক মোটামুটি। প্রিয়তমা ছবিটি আবার আমাদের স্বপ্ন দেখাচ্ছে।’
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৮ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৮ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
১২ ঘণ্টা আগে