বিনোদন প্রতিবেদক, ঢাকা
জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’।
সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও।
সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন।
বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)।
জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো।
গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি।
অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি।
জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’।
সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও।
সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন।
বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)।
জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো।
গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি।
অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
২ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
২ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১২ ঘণ্টা আগে