বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ এফডিসিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উদ্যাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শিল্পী সমিতির পক্ষ থেকে বিজয় দিবসের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে শিল্পী সমিতির সফলতা কি এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘এই এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু গতকাল আমাদের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’
‘চঞ্চল চৌধুরীতো এফডিসিকেন্দ্রিক শিল্পী না’- এই মন্তব্যের শুনে কিছুটা বিরক্তি নিয়ে নিপুণ বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেব না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে, আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’
নিপুণ বলেন, ‘দেখুন আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশনও কিন্তু করেছি। তাঁরা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথা কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয়, তাদের সিনেমাও তো সেই স্ক্রিনেই দেখানো হয়। এরপর থেকে যিনি এমন প্রশ্নের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তাঁর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।
‘এখন আমিই ৮-১০টি সিনেমায় কাজ করছি। তার মানে কি? আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থেকে থাকে তাহলে নতুন যারা কাজ করছেন তাদের হাতে তো সময়ই নেই। দেখুন, গত ২০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়েও বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
এসময় শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহানুর, অঞ্জনা রহমান, চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
আজ এফডিসিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উদ্যাপন করা হয়েছে মহান বিজয় দিবস। শিল্পী সমিতির পক্ষ থেকে বিজয় দিবসের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গত এক বছরে শিল্পী সমিতির সফলতা কি এমন প্রশ্নের জবাবে নিপুণ আক্তার বলেন, ‘এই এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কিন্তু গতকাল আমাদের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’
‘চঞ্চল চৌধুরীতো এফডিসিকেন্দ্রিক শিল্পী না’- এই মন্তব্যের শুনে কিছুটা বিরক্তি নিয়ে নিপুণ বলেন, ‘এই বিষয়টি নিয়ে মানুষ শুধু শুধু দ্বন্দ্ব তৈরি করে। চঞ্চল চৌধুরী কি একবারও বলেছেন- আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেব না। উনি কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসব গিয়ে বলেছেন- আমি বাংলাদেশ চলচ্চিত্র থেকে এসেছি। উনি বলেননি যে, আমি বাংলাদেশ টিভি থেকে এসেছি। এই ধরনের দ্বন্দ্ব দয়া করে আর কেউ তৈরি করবেন না। অভিনয়শিল্পীদের মধ্যে ভাগাভাগির কিছু নেই।’
নিপুণ বলেন, ‘দেখুন আমি চঞ্চল চৌধুরীর সিনেমার প্রমোশনও কিন্তু করেছি। তাঁরা টিভির আর আমি ফিল্মের এমন চিন্তা তো আমার মাথা কখনো আসেনি। আমার সিনেমা যেখানে দেখানো হয়, তাদের সিনেমাও তো সেই স্ক্রিনেই দেখানো হয়। এরপর থেকে যিনি এমন প্রশ্নের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করতে চাইবে আমি তাঁর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করব।
‘এখন আমিই ৮-১০টি সিনেমায় কাজ করছি। তার মানে কি? আমার হাতেই যদি এই পরিমাণ কাজ থেকে থাকে তাহলে নতুন যারা কাজ করছেন তাদের হাতে তো সময়ই নেই। দেখুন, গত ২০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা যা দেখেছেন এখন তার চেয়েও বেশি পাবেন। কারণ, আপনারা দেখেছেন অনেক বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউডের সেরা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী দাঁড়িয়েছেন। এটা আমাদের অর্জন।’
এসময় শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা শাহানুর, অঞ্জনা রহমান, চিত্রনায়ক ওমর সানীসহ চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
৪ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
৫ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে