নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। সম্প্রতি ওই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ‘সাঁতাও’ সিনেমার পরিচালক খন্দকার সুমনও আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার সুমন বলেন, ‘এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় খুব আনন্দিত। এই আনন্দের সংবাদের সঙ্গে আরেকটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত সাঁতাও সিনেমাটি শিগগিরই “ওটিটি” প্ল্যাটফর্মে আসছে।’
কাজান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারিস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ ও রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগিতায় ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, এ বছর ‘রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান—এই নয় দেশের দশটি সিনেমা মনোনীত হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে পুরস্কারের অর্থের পরিমাণ তিন লাখ রুবল। নির্বাচিত চলচ্চিত্রগুলো মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা ও যোগাযোগের ওপর ভিত্তি করে নির্মিত।
এতে নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ড. তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্রগুলোর পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে।
‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা সিনেমা সাঁতাও সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত ২৪ নভেম্বর ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। এ ছাড়া গত ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ সেরা প্রযোজনা পরিকল্পনা পুরস্কার পায় সিনেমাটি।
এরপর গত ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে সিনেমাটি। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ও অর্জন করে।
খন্দকার সুমন জানান, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প পর্দায় হাজির করেছে সিনেমাটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘সাঁতাও’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তিনি নিজেই লিখেছেন।
১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি মনোনীত হয়েছে। সম্প্রতি ওই চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ‘সাঁতাও’ সিনেমার পরিচালক খন্দকার সুমনও আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার সুমন বলেন, ‘এমন একটি প্রেস্টিজিয়াস চলচ্চিত্র উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় খুব আনন্দিত। এই আনন্দের সংবাদের সঙ্গে আরেকটি সংবাদ যোগ করতে চাই। গণ-অর্থায়নে নির্মিত সাঁতাও সিনেমাটি শিগগিরই “ওটিটি” প্ল্যাটফর্মে আসছে।’
কাজান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারিস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ ও রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগিতায় ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, এ বছর ‘রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান—এই নয় দেশের দশটি সিনেমা মনোনীত হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের নির্বাচন কমিটির চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক নিনা কোচেলিয়েভা বলেন, রাশিয়া দ্য ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে পুরস্কারের অর্থের পরিমাণ তিন লাখ রুবল। নির্বাচিত চলচ্চিত্রগুলো মানব সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, নৈতিক দর্শনের সমস্যা, চরম পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা ও যোগাযোগের ওপর ভিত্তি করে নির্মিত।
এতে নির্বাচন কমিটির সদস্য দর্শনের অধ্যাপক ড. তৈমুর শাইখুলিন বলেন, ‘রাশিয়া-দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগের চলচ্চিত্রগুলোর পর্দায় মুসলিম আধ্যাত্মিক মূল্যবোধের মূর্ত রূপ দেখা যাবে।
‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা সিনেমা সাঁতাও সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। গত ২৪ নভেম্বর ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়। এ ছাড়া গত ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ সেরা প্রযোজনা পরিকল্পনা পুরস্কার পায় সিনেমাটি।
এরপর গত ৫ মার্চ ভারতের কেরালা প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে সিনেমাটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ষষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে সিনেমাটি। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ও অর্জন করে।
খন্দকার সুমন জানান, কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প পর্দায় হাজির করেছে সিনেমাটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘সাঁতাও’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তিনি নিজেই লিখেছেন।
ভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
২৫ মিনিট আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
৪ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
৪ ঘণ্টা আগেসত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৮ ঘণ্টা আগে