বিনোদন ডেস্ক
প্রবাসীরাই বাংলাদেশের সত্যিকারের হিরো বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন তিনি।
গত ১৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে থেকে এক প্রবাসী তরুণের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে শাকিব লিখেন, ‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল।’
শাকিব লেখেন, ‘কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে ২০-২১ এর মতো। যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম। চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেক কিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি।’
প্রবাসীদের ভালোবাসায় আবেগ আপ্লুত নায়ক আরও লেখেন, ‘প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।’
দেশের বাইরে থাকা প্রবাসীদের অবদান তুলে ধরে শাকিব খান লিখেছেন, ‘প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না, অথচ নীরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।’
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত বদিউল আলম খোকনের ‘আগুন’ ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।
প্রবাসীরাই বাংলাদেশের সত্যিকারের হিরো বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আজ সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন তিনি।
গত ১৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে থেকে এক প্রবাসী তরুণের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে শাকিব লিখেন, ‘হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম। আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হয়ে যাচ্ছিল।’
শাকিব লেখেন, ‘কথা বলে জানতে পারলাম ওর বয়স হবে ২০-২১ এর মতো। যে বয়সে তার লেখাপড়া করার কথা, সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওভারটাইম খেটে খেয়ে না খেয়ে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে। এতেই তার আত্মতুষ্টি! তার চোখেমুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম। চাকচিক্যের এই শহরে চোখ ধাঁধানো অনেক কিছু দেখা যায়। কিন্তু আমাকে স্পর্শ করা সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি।’
প্রবাসীদের ভালোবাসায় আবেগ আপ্লুত নায়ক আরও লেখেন, ‘প্রায়ই দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়। যারা আমাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানায়। ক্ষণিকের দেখায় পাশে পেয়ে সুখ-দুঃখের অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই।’
দেশের বাইরে থাকা প্রবাসীদের অবদান তুলে ধরে শাকিব খান লিখেছেন, ‘প্রবাসের বিভিন্ন শহরের কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এসব মানুষেরা। তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটা ভূমিকা রাখছে হয়তো তারা জানে না, অথচ নীরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলো আসলেই সত্যিকারের হিরো।’
প্রসঙ্গত, শাকিব খান অভিনীত বদিউল আলম খোকনের ‘আগুন’ ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
৯ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
৯ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
১১ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১২ ঘণ্টা আগে