বিনোদন ডেস্ক
ঢাকা: হরহামেশাই ওটিটিতে মুক্তি পাচ্ছে বলিউডের বড় বাজেটের সিনেমা। হলিউডও প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষায় থাকেনি। একমাত্র টালিউডই বসে ছিল প্রেক্ষাগৃহ খোলার আশায়। ট্রেলার, ফার্স্টলুক প্রকাশ পেলেও সিনেমা মুক্তির তারিখটা বারবার পিছিয়ে দিচ্ছিলেন প্রযোজকেরা। ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ হালকা হচ্ছে। শর্তসাপেক্ষে খুলেছে বাস, শপিং মল। নিয়ম মেনে শুরু হয়েছে টালিউডের শুটিং। এসবের মাঝখানেই সিনেমার সঙ্গে জড়িত মানুষেরা আশা দেখছেন প্রেক্ষাগৃহে ফিরবে সিনেমা। সেই আশা সঙ্গে নিয়েই পাঁচটি সিনেমা মুক্তির তারিখ জানিয়ে দিল প্রযোজনা সংস্থা এসভিএফ। অন্য প্রযোজকেরাও পরিকল্পনা সাজাচ্ছেন সিনেমা মুক্তির।
কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ঝুলিতে রয়েছে পাঁচটি বড়মাপের সিনেমা। যার জন্য বহুদিন ধরেই মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। পরিচালক বিরশা দাশগুপ্তের সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে ১৩ আগস্ট। সিনেমায় দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল দেবের নতুন সিনেমা ‘গোলন্দাজ’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিনেমা ‘একান্নবর্তী’র ফার্স্টলুক। সিনেমাটি মুক্তি পাবে ৩ নভেম্বর। ‘মিসর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ সিনেমার পর ফের ‘কাকাবাবু’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমার অপেক্ষা তো বহুদিনের। ‘কাকাবাবু’র প্রত্যাবর্তন মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। সদ্য ঘোষণা হয়েছে সৃজিতের নতুন সিনেমা ‘এক্স=প্রেম’–এর। সিনেমার নাম নিয়েও বিতর্ক উঠেছে। তবে এসবের মাঝেই শুটিং শুরুর আগেই ঠিক হয়ে গেল এই সিনেমার মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে ৪ ফেব্রুয়ারি।
মুক্তির ঠিক আগেই করোনার কারণে আটকে গিয়েছিল রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান রাজ চক্রবর্তী। এই পরিচালকের ‘হাবজিগাবজি’ সিনেমাটিও তৈরি। একই কারণে মুক্তির আগমুহূর্তে আটকে গিয়েছিল সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’। পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বনি’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’র বাকি থাকা কাজ সেরে পূজা উপলক্ষে আসছে অক্টোবরে রিলিজ়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। দীর্ঘ দিন ধরে তৈরি হয়ে রয়েছে কাঞ্চন মল্লিক অভিনীত ‘টেনিদা’ সিনেমাটি। তাড়াহুড়ো করতে চাইছেন না দেবও। তাঁর প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমাটি মুক্তির কথা ছিল গত মাসেই। পূজায় আসার কথা ছিল দেব প্রযোজিত ও অভিনীত আরেক সিনেমা ‘কিশমিশ’। মুক্তি আটকে আছে দেব অভিনীত ‘টনিক’-এরও। সময়–সুযোগ বুঝে সবার আগে ‘কিশমিশ’ মুক্তি দিতে চাইছেন দেব। মুক্তির প্রহর গুনছে জিতের সিনেমা ‘বাজি’। জিতের প্রযোজনায় ‘সুইজ়ারল্যান্ড’–এর পোস্ট প্রোডাকশনও শেষ।
অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’ আসছে পূজায়, যদিও সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ এখনো বাকি। পিছিয়ে গেছে অরিন্দমের ‘মিতিন মাসি’ সিরিজ়ের সিনেমা ‘কেরালায় কিস্তিমাত’। অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশুরু’ তৈরি। মুক্তির জন্য হাতে রয়েছে আরেক সিনেমা ‘লক্ষ্মী ছেলে’।
সিনেমাপ্রেমীরা আশা করছেন, বছরের শেষ ছয় মাস সরগরম হয়ে থাকবে টালিউড। মুক্তি পাবে একের পর এক বড় বাজেটের সিনেমা।
ঢাকা: হরহামেশাই ওটিটিতে মুক্তি পাচ্ছে বলিউডের বড় বাজেটের সিনেমা। হলিউডও প্রেক্ষাগৃহ খোলার অপেক্ষায় থাকেনি। একমাত্র টালিউডই বসে ছিল প্রেক্ষাগৃহ খোলার আশায়। ট্রেলার, ফার্স্টলুক প্রকাশ পেলেও সিনেমা মুক্তির তারিখটা বারবার পিছিয়ে দিচ্ছিলেন প্রযোজকেরা। ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ হালকা হচ্ছে। শর্তসাপেক্ষে খুলেছে বাস, শপিং মল। নিয়ম মেনে শুরু হয়েছে টালিউডের শুটিং। এসবের মাঝখানেই সিনেমার সঙ্গে জড়িত মানুষেরা আশা দেখছেন প্রেক্ষাগৃহে ফিরবে সিনেমা। সেই আশা সঙ্গে নিয়েই পাঁচটি সিনেমা মুক্তির তারিখ জানিয়ে দিল প্রযোজনা সংস্থা এসভিএফ। অন্য প্রযোজকেরাও পরিকল্পনা সাজাচ্ছেন সিনেমা মুক্তির।
কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ঝুলিতে রয়েছে পাঁচটি বড়মাপের সিনেমা। যার জন্য বহুদিন ধরেই মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। পরিচালক বিরশা দাশগুপ্তের সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে ১৩ আগস্ট। সিনেমায় দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিল দেবের নতুন সিনেমা ‘গোলন্দাজ’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিনেমা ‘একান্নবর্তী’র ফার্স্টলুক। সিনেমাটি মুক্তি পাবে ৩ নভেম্বর। ‘মিসর রহস্য’, ‘ইয়েতি অভিযান’ সিনেমার পর ফের ‘কাকাবাবু’ নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমার অপেক্ষা তো বহুদিনের। ‘কাকাবাবু’র প্রত্যাবর্তন মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। সদ্য ঘোষণা হয়েছে সৃজিতের নতুন সিনেমা ‘এক্স=প্রেম’–এর। সিনেমার নাম নিয়েও বিতর্ক উঠেছে। তবে এসবের মাঝেই শুটিং শুরুর আগেই ঠিক হয়ে গেল এই সিনেমার মুক্তির তারিখ। সিনেমাটি মুক্তি পাবে ৪ ফেব্রুয়ারি।
মুক্তির ঠিক আগেই করোনার কারণে আটকে গিয়েছিল রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান রাজ চক্রবর্তী। এই পরিচালকের ‘হাবজিগাবজি’ সিনেমাটিও তৈরি। একই কারণে মুক্তির আগমুহূর্তে আটকে গিয়েছিল সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’। পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বনি’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’র বাকি থাকা কাজ সেরে পূজা উপলক্ষে আসছে অক্টোবরে রিলিজ়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। দীর্ঘ দিন ধরে তৈরি হয়ে রয়েছে কাঞ্চন মল্লিক অভিনীত ‘টেনিদা’ সিনেমাটি। তাড়াহুড়ো করতে চাইছেন না দেবও। তাঁর প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমাটি মুক্তির কথা ছিল গত মাসেই। পূজায় আসার কথা ছিল দেব প্রযোজিত ও অভিনীত আরেক সিনেমা ‘কিশমিশ’। মুক্তি আটকে আছে দেব অভিনীত ‘টনিক’-এরও। সময়–সুযোগ বুঝে সবার আগে ‘কিশমিশ’ মুক্তি দিতে চাইছেন দেব। মুক্তির প্রহর গুনছে জিতের সিনেমা ‘বাজি’। জিতের প্রযোজনায় ‘সুইজ়ারল্যান্ড’–এর পোস্ট প্রোডাকশনও শেষ।
অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’ আসছে পূজায়, যদিও সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ এখনো বাকি। পিছিয়ে গেছে অরিন্দমের ‘মিতিন মাসি’ সিরিজ়ের সিনেমা ‘কেরালায় কিস্তিমাত’। অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশুরু’ তৈরি। মুক্তির জন্য হাতে রয়েছে আরেক সিনেমা ‘লক্ষ্মী ছেলে’।
সিনেমাপ্রেমীরা আশা করছেন, বছরের শেষ ছয় মাস সরগরম হয়ে থাকবে টালিউড। মুক্তি পাবে একের পর এক বড় বাজেটের সিনেমা।
বহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৪ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১০ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১০ ঘণ্টা আগেপ্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে ফিরছেন সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। এরই মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
১০ ঘণ্টা আগে